ITBP Recruitment 2022: বর্ডার পুলিশে চাকরির সুযোগ, কবে থেকে প্রক্রিয়া শুরু জানেন ?
ITBP Recruitment 2022: সরকারি চাকরির ইচ্ছে থাকলে এটাই সেরা সুযোগ। ভারত-তিব্বত সীমান্ত পুলিশে (Indo-Tibetan Border Police) নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
ITBP Recruitment 2022: সরকারি চাকরির ইচ্ছে থাকলে এটাই সেরা সুযোগ। ভারত-তিব্বত সীমান্ত পুলিশে (Indo-Tibetan Border Police) নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই আবেদন প্রক্রিয়া 8 জুন 2022 থেকে 7 জুলাই 2022 পর্যন্ত চলবে। এই পদগুলিতে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীদের অফিশিয়াল ওয়েবসাইট itbppolice.nic.in টি দেখতে হবে। এই
নিয়োগ প্রক্রিয়ায় মোট এই 248 জনকে নিয়োগ করা হবে।
ITBP Recruitment 2022: শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
এই পদে চাকরির জন্য আবেদনকারীকে অবশ্যই কোনও স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশ করতে হবে। হেড ক্যানস্টেবল / সিএম (ডিরেক্ট) পদগুলির জন্য আবেদনকারীর বয়স 18 বছর থেকে 25 বছর বয়সের মধ্যে হতে হবে। পাশাপাশি হেড ক্যানস্টেবল / সিএম (LDCE) পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স ৩৫ বছরের ওপরে হলে চলবে না। এছাড়াও বয়স সীমায় কোনও ছাড়ের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখে নিতে হবে।
ITBP নিয়োগ 2022: নির্বাচন প্রক্রিয়া
এই পদে (হেড কনস্টেবল) প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে পিটি, পিএসটি, লিখিত পরীক্ষা, ডকুমেন্ট যাচাই ও মেডিক্যাল পরীক্ষার ওপর নির্ভর করছে। এগুলিতে রেজাল্ট ইতিবাচক এলেই প্রার্থী নির্বাচিত হতে পারেন। এই ক্ষেত্রে অবশ্য চাকরিপ্রার্থীকে নিয়োগের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নিতে হবে। তার জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখে নেওয়াটাই কাম্য।
ITBP নিয়োগ 2022: কীভাবে আবেদন করবেন ?
1 প্রথমে সরকারি ওয়েবসাইট recruitment.itbpolice.nic.in এ যেতে হবে আপনাকে।
২ এবার হোম পেজে নতুন ইউজার রেজিস্ট্রেশনে ক্লিক করুন।
3 এখানে ইমেল আইডি রেজিস্ট্রেশন করতে হবে।
4 এবার আবেদনের প্রক্রিয়া শুরু করুন।
5 এই পর্বে বিস্তারিত নথি আপলোড করুন।
6 সবার শেষে এবার এখানে সব নথি জমা দিন।
আরও পড়ুন: Jobs in Purba Bardhaman: বর্ধমানে এই পদগুলিতে হচ্ছে নিয়োগ, আবেদনের শেষ তারিখ জানেন ?
Education Loan Information:
Calculate Education Loan EMI