প্রকাশিত JEE Advanced ২০২৩- এর রেজাল্ট, কীভাবে দেখবেন? কারা হলেন সেরা?
Exam: প্রথম হয়েছেন ভাভিলালা চিড়বিলাস রেড্ডি। ৩৪১ নম্বর পেয়েছেন তিনি। জানা গিয়েছে, ভি সি রেড্ডি আইআইটি হায়দরাবাদ জোনের পড়ুয়া।
JEE Advanced Result 2023: প্রকাশিত হয়েছে JEE Advanced ২০২৩-এর রেজাল্ট। আইআইটি গুয়াহাটি এই ফলপ্রকাশ করেছে। প্রথম হয়েছেন ভাভিলালা চিড়বিলাস রেড্ডি। ৩৪১ নম্বর পেয়েছেন তিনি। জানা গিয়েছে, ভি সি রেড্ডি আইআইটি হায়দরাবাদ জোনের পড়ুয়া। তাঁর অল ইন্ডিয়া র্যাঙ্ক ১। অন্যদিকে নায়াকান্তি নাগা ভাব্য শ্রী মহিলাদের মধ্যে প্রথম হয়েছেন। তিনিও আইআইটি হায়দরাবাদ জোনের পড়ুয়া। তাঁর প্রাপ্ত নম্বর ২৯৮। তাঁর অল ইন্ডিয়া র্যাঙ্ক ৫৬। আইআইটি গুয়াহাটি প্রকাশিত JEE Advanced ২০২৩-এর রেজাল্ট প্রার্থীরা jeeadv.ac.in- এই ওয়েবসাইটে দেখতে পাবেন। এই বছর আইআইটি-জেইই অ্যাডভান্সড পরীক্ষা দিয়েছিলেন ১,৮০,৩৭২ জন। এর মধ্যে পুরুষ পরীক্ষার্থী ছিলেন ৩৬,২০৪ জন। অন্যদিকে মহিলা পরীক্ষার্থী ছিলেন ৭৫০৯ জন।
যেসব পরীক্ষার্থী কোয়ালিফাইং কাট-অফ মার্কস পেয়েছেন তাঁরা এবার যোগ দিতে পারবেন JoSAA কাউন্সেলিংয়ে। এর মাধ্যমেই সমস্ত আইআইটি-তে যোগদানের প্রক্রিয়া সম্পন্ন হবে। ১৯ জুন সোমবার সকাল ১০টা থেকে কাউন্সেলিং এবং পছন্দ অনুসারে আইআইটি বেছে নেওয়ার প্রক্রিয়া শুরু হবে। রাউন্ড ১- এর জন্য JoSAA কাউন্সেলিং ২০২৩- এর seat allotment result ঘোষণা করা হবে আগামী ৩০ জুন। রাউন্ড ২- এর ক্ষেত্রে seat allotment result ঘোষণা করা হবে ৬ জুলাই। নির্বাচিত প্রার্থীরা ৬ থেকে ১০ জুলাইয়ের মধ্যে JoSAA counselling registration সম্পন্ন করতে পারবেন। গত ৪ জুন এই পরীক্ষা নেওয়া হয়েছিল দুটি পর্যায়ে। পেপার ১- এর পরীক্ষা হয়েছিল সক্লা ৯টা থেকে ১২টার মধ্যে। অন্যদিকে পেপার ২- এর পরীক্ষা হয়েছিল দুপুর ২টো ৩০মিনিট থেকে ৫টা ৩০মিনিট পর্যন্ত। JEE Advanced ২০২৩-এর ফল প্রকাশিত হয়েছে। এবার Joint Seat Allocation (JoSAA) 2023 শুরু হবে খুব তাড়াতাড়ি। নিজেদের র্যাঙ্ক অনুসারে আইআইটি ক্যাম্পাসে পড়ার সুযোগ পাবেন নির্বাচিত পড়ুয়ারা।
JEE Advanced ২০২৩ পরীক্ষার প্রভিশনাল অ্যানসার কি প্রকাশিত হয়েছিল ১১ জুন। এরপর ফিডব্যাক, কমেন্ট এবং অবজেকশন প্রকাশের জন্য ১২ জুন বিকেল ৫টা পর্যন্ত প্রভিশনাল অ্যানসার কি খোলা ছিল। এই পরীক্ষার যাঁরা উত্তীর্ণ হয়েছেন তাঁরা কাউন্সেলিংয়ের মাধ্যমে ভারতের ২৩টি আইআইটি ব্রাঞ্চের মধ্যে যেকোনও একটিতে পড়ার সুযোগ পাবেন। কোন পড়ুয়া কোন আইআইটি ক্যাম্পাসে ভর্তি হতে পারবেন তা নির্ভর করছে তাঁদের র্যাকের উপর।
আরও পড়ুন- প্রতিদিনের খাবারে জিঙ্ক বাড়াবে রোগ প্রতিরোধ ক্ষমতা! কখন কী খাবেন?
Education Loan Information:
Calculate Education Loan EMI