JEE Main 2021 Result Released: JEE Main ফেব্রুয়ারি সেশনের ফল প্রকাশিত
অফিসিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in-এ ফলাফল দেখতে পারবেন। দীর্ঘ প্রতীক্ষার পর রাত ৯ টা বাজার অল্প আগে প্রকাশিত হল ফলাফল।
নয়াদিল্লি: প্রকাশিত হল সর্বভারতীয় জয়েন্টের মেন (JEE Main) পরীক্ষার ফল। যে পরীক্ষার্থীরা জেইই-মেনের ফেব্রুয়ারি সেশনের পরীক্ষা দিয়েছেন, তাঁরা ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) অফিশিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in-এ ফলাফল দেখতে পারবেন। দীর্ঘ প্রতীক্ষার পর, অবশেষে রাত ৯টা বাজার অল্প কিছুক্ষণ আগে প্রকাশিত হয় রেজাল্ট।
Dear students, #JEE(Main) February session 2021 results are out. Congratulations to the students. Till last year, exams were done in 3 languages only but this time exams were conducted in 13 languages & results have been declared in 10 days- Great achievement by @DG_NTA.
— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) March 8, 2021
সোমবার সন্ধ্যায় টুইটারে রমেশ পোখরিয়াল জানিয়েছিলেন, 'আর কয়েক ঘণ্টার মধ্যেই সর্বভারতীয় জয়েন্টের মেন (JEE Main) ফেব্রুয়ারি পরীক্ষার ফলাফল প্রকাশ করবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। নজর রাখুন।' যার ৩ ঘণ্টার মধ্যেই প্রকাশিত হল ফলাফল ৷
রেজাল্ট দেখতে ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) অফিশিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in-এ যান। হোম পেজে গিয়ে ‘JEE Mains 2021 February results’ লিঙ্কে ক্লিক করুন। নিজের তথ্য দিয়ে লগ ইন করুন ৷ সেখানেই দেখা যাবে জেইই মেইনের ফেব্রুয়ারি সেশনের পরীক্ষার ফলাফল ৷
Education Loan Information:
Calculate Education Loan EMI