Jobs in America: এই দেশগুলির ডিগ্রি থাকলে চাকরি হবে না আমেরিকায় ! কী নিয়ম রয়েছে ?
Job News: বিদেশি ছাত্র-ছাত্রীদের চাকরি দেওয়ার জন্য অনুমতি হিসেবে এই H1B ভিসার অনুমোদন দেওয়া হয়। কিন্তু কিছু কিছু দেশের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এই ভিসা অনুমোদন পাওয়া যায় না।
Job News: লক্ষ লক্ষ ভারতীয় ছাত্র এখন আমেরিকায় উচ্চশিক্ষার জন্য পাড়ি দেয়। এর মূল কারণ হল মার্কিনি সংস্থাগুলিতে মোটা অঙ্কের বেতনের চাকরি পাওয়া। এই কারণে লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়েও পড়ুয়ারা আমেরিকায় গিয়ে পড়াশোনা করতে রাজি, কারণ অনেকক্ষেত্রেই ভাল চাকরি পাওয়ার কয়েক বছরের মধ্যেই সেই ঋণ পরিশোধ করে দেওয়া যায়। কিন্তু একটি সাম্প্রতিক সমীক্ষায় দেখা গিয়েছে এমন কিছু আশঙ্কাজনক তথ্য যা ভারতীয়দের দুশ্চিন্তা বাড়াবে।
এই প্রতিবেদন অনুসারে অন্যান্য দেশের শিক্ষাগত যোগ্যতার সহায়তায় আমেরিকায় চাকরি পাওয়ার সম্ভাবনা এবার ব্যাপক হারে কমে যাবে। বলা হয়েছে যে বেশিরভাগ ছাত্র-ছাত্রীই H1B ভিসার সাহায্যে এখানে চাকরি করেন, আমেরিকায় আইটি সহ কিছু কিছু বিশেষ সেক্টরে বিদেশি ছাত্র-ছাত্রীদের চাকরি দেওয়ার জন্য অনুমতি হিসেবে এই H1B ভিসার অনুমোদন দেওয়া হয়। কিন্তু কিছু কিছু দেশের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এই ভিসা অনুমোদন পাওয়া যায় না। কী কারণ জেনে নেওয়া যাক।
মান্যতার মানদণ্ড
আমেরিকার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বেশ কিছু মান্যতা মানদণ্ড রয়েছে। বিদেশি প্রতিষ্ঠানের ডিগ্রি এই মানদণ্ড পূর্ণ করে না, আর তাই সেই পড়ুয়াদের গুণবত্তা এবং দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে।
শিক্ষাপদ্ধতির বিভিন্নতা
আলাদা আলাদা দেশের শিক্ষাপদ্ধতি আলাদা আলাদা হয়ে থাকে। শিক্ষাপদ্ধতির সংগঠন, মেয়াদ ও কনটেন্ট পৃথক হয়ে থাকে। আর তাই আলাদা আলাদা দেশের ডিগ্রিতেও প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যায়।
মূল্যায়ন পদ্ধতির বিভিন্নতা
আমেরিকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলি মূলত ক্রিডেনশিয়াল মূল্যায়নের উপরেই জোর দেয় বিদেশের ডিগ্রির ক্ষেত্রে। এর মাধ্যমে বিদেশের ডিগ্রির সমতুল দেশীয় ডিগ্রির পর্যালোচনা করা হয়। আর এভাবে মূল্যায়কের কারণে আলাদা আলাদা ক্ষেত্রে ফলাফল আলাদা আসতে পারে।
পেশাগত ছাড়পত্র
মার্কিন মুলুকে কিছু নির্দিষ্ট ব্যবসার ক্ষেত্রে যথাযথ লাইসেন্স দরকার হয়, এই লাইসেন্স পাওয়ার জন্য যোগ্যতার দরকার হয় বা ডিগ্রির দরকার হয় যা কিনা মার্কিনি শিক্ষা প্রতিষ্ঠান থেকে দিয়েছে। মেডিসিন, আইন, ইঞ্জিনিয়ারিং ইত্যাদি ক্ষেত্রে এই লাইসেন্সের দরকার পড়ে।
বেতন কম মিলবে
বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ভারতীয়রা বাইরে পড়তে যায় যাতে তারা অনেক বেশি বেতন পেতে পারে। কিন্তু এখন বাইরের দেশে পড়ে আসা ছাত্ররা মার্কিনি প্রতিষ্ঠানে পড়া ছাত্রদের তুলনায় ১০ শতাংশ হারে কম বেতন পাচ্ছেন।
এই দেশগুলির ডিগ্রি মানা হবে না
মার্কিনি শিক্ষাপ্রতিষ্ঠানের এবং প্রশাসনের নিয়ম অনুসারে বাংলাদেশ, পাকিস্তান, আফিগানিস্তান, শ্রীলঙ্কা সহ আরও কিছু কিছু এশীয় ও আফ্রিকান দেশের ডিগ্রি আমেরিকায় মানা হয় না।
Education Loan Information:
Calculate Education Loan EMI