(Source: ECI/ABP News/ABP Majha)
Recruitment 2022: পরীক্ষা ছাড়াই চাকরি ! মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সে বহু শূন্যপদ
IMD Recruitment 2022: মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সের অধীনে ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট (IMD) অনেক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। মোট ১৬৫টি পদে হবে নিয়োগ।
Ministry Of Earth Sciences Recruitment 2022: কেন্দ্রীয় সরকারি চাকরি খুঁজলে এটাই হতে পারে সুবর্ণ সুযোগ। মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সের অধীনে ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট (IMD) অনেক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে।
Recruitment 2022: কোন কোন পদে হচ্ছে নিয়োগ ?
ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট (IMD)-র অধীনে প্রজেক্ট সায়েন্টিস্ট I, প্রজেক্ট সায়েন্টিস্ট II, প্রজেক্ট সায়েন্টিস্ট III, রিসার্চ অ্যাসোসিয়েট, JRF/SRF ও অন্যান্য অনেক পদের জন্য আবেদন করতে বলেছে কর্তৃপক্ষ। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এই পদগুলিতে আবেদন করতে চাইলে আর্থ সায়েন্স মন্ত্রকের অফিশিয়াল ওয়েবসাইট moes.gov.in-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন। ইতিমধ্যেই এই পদগুলির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
Recruitment 2022: গুরুত্বপূর্ণ তারিখ
এই পদগুলির জন্য আবেদনের শেষ তারিখ ৯ অক্টোবর ২০২২ রাখা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার আওতায় মোট ১৬৫টি পদে নিয়োগ হবে।
Recruitment 2022: শিক্ষাগত যোগ্যতা
প্রজেক্ট সায়েন্টিস্ট III (Weather and Climate Services) - ৬০ শতাংশ নম্বর সহ যেকোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আবহাওয়া/কৃষি পদার্থবিদ্যায় M.Sc বা B.Tech ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।
প্রজেক্ট সায়েন্টিস্ট II (Weather and Climate Services) – ৬০ শতাংশ নম্বর সহ যেকোনও স্বীকৃত ইনস্টিটিউট থেকে কম্পিউটার সায়েন্সে কৃষি আবহাওয়া/কৃষি পদার্থবিদ্যা B./ রিমোট সেন্সিং ও GIS বা সমমানের/ M.Sc বা B.E/B.Tech ডিগ্রি থাকতে হবে।
Recruitment 2022: বেতন কাঠামো
প্রজেক্ট সায়েন্টিস্ট III (Weather and Climate Services) – ৭৮০০০/- প্লাস HRA, পারফরম্যান্স পর্যালোচনা সাপেক্ষে প্রতি ২ বছরের অভিজ্ঞতার জন্য ৫ শতাংশ বৃদ্ধি।
প্রজেক্ট সায়েন্টিস্ট II (Weather and Climate Services) - ৬৭০০০/- প্লাস HRA, পারফরম্যান্স পর্যালোচনা সাপেক্ষে প্রতি ২ বছরের অভিজ্ঞতার জন্য ৫ শতাংশ বৃদ্ধি।
প্রজেক্ট সায়েন্টিস্ট I (Weather and Climate Services)– ৫৬০০০/- প্লাস HRA, পারফরম্যান্স পর্যালোচনা সাপেক্ষে প্রতি ২ বছরের অভিজ্ঞতার জন্য ৫ শতাংশ বৃদ্ধি।
প্রজেক্ট সায়েন্টিস্ট III (Weather and Climate Services) - ৭৮,০০০/- প্লাস HRA,পারফরম্যান্স পর্যালোচনা সাপেক্ষে প্রতি ২ বছরের অভিজ্ঞতার জন্য ৫ শতাংশ বৃদ্ধি।
Jobs In Western Railway: এ ছাড়াও সম্প্রতি পশ্চিম রেলে স্পোর্টস কোটার অধীনে ২১টি পদ পূরণের জন্য যোগ্য ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। চাকরিপ্রার্থীদের RRC WR-এর অফিশিয়াল সাইট rrc-wr.com -এ গিয়ে আবেদন করতে হবে। এই পদগুলির জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া ৫ সেপ্টেম্বর ২০২২ থেকে চলছে। এই পদগুলির জন্য আবেদনের শেষ তারিখ ৪ অক্টোবর ২০২২ রাখা হয়েছে।
আরও পড়ুন : Railway Recruitment: স্পোর্টস কোটায় রেলে চাকরি, এই পদগুলিতে হচ্ছে নিয়োগ
Education Loan Information:
Calculate Education Loan EMI