Kolkata Port Trust: ভাল বেতন, কলকাতা পোর্ট ট্রাস্টে মেডিক্যাল পোস্টে হচ্ছে নিয়োগ
Jobs In Kolkata Port Trust: শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর (Kolkata Port Trust), কলকাতা মেডিক্যাল পোস্টে নিয়োগ করছে।
Jobs In Kolkata Port Trust: শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর (Kolkata Port Trust), কলকাতা মেডিক্যাল পোস্টে নিয়োগ করছে। পোর্ট হাসপাতালে, হলদিয়া ডক কমপ্লেক্সের অধীনে হবে এই নিয়োগ। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা সরাসরি ওয়াক-ইন-ইন্টারভিউ-এর জন্য আবেদন/প্রশংসাপত্র সহ নিচে উল্লিখিত নির্ধারিত তারিখ ও জায়গায় উপস্থিত হতে পারেন। শুধুমাত্র চাকরিপ্রার্থীদের স্বার্থে তথ্যের উদ্দেশ্যে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিশদ বিবরণ, সংক্ষেপে নীচে দেওয়া হল।
কলকাতা পোর্ট ট্রাস্ট নিয়োগ ২০২৩ পোস্ট ও বেতন বিবরণ: পদের নাম বেতন
নিউরোলজি
(ভিজিটিং সুপার স্পেশালিস্ট) ৯৪৫০ টাকা প্রতি পুরো দিনের ভিজিট
গ্যাস্ট্রোএন্টারোলজি
(ভিজিটিং সুপার স্পেশালিস্ট) ৯৪৫০ টাকা প্রতি পুরো দিনের ভিজিট
অনকোলজি
(ভিজিটিং সুপার স্পেশালিস্ট) ৯৪৫০ টাকা প্রতি পুরো দিনের ভিজিট
ইউরোলজি
(ভিজিটিং সুপার স্পেশালিস্ট)৯৪৫০ টাকা প্রতি পুরো দিনের ভিজিট
সাধারণ ঔষুধ
(ভিজিটিং স্পেশালিস্ট) ৭৩৫০ টাকা প্রতি পুরো দিনের ভিজিট
রেডিওলজি
(ভিজিটিং স্পেশালিস্ট) ২৬২৫ টাকা প্রতি অর্ধ-দিনের ভিজিট ও
৫২৫০ টাকা প্রতি পুরো দিনের ভিজিট।
প্যাথলজি
(ভিজিটিং স্পেশালিস্ট) ২৬২৫ টাকা প্রতি অর্ধ-দিনের ভিজিট ও ৫২৫০ টাকা প্রতি পুরো দিনের ভিজিট।
ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ৫২৫০ টাকা প্রতি পুরো দিনের ভিজিট।
শিক্ষাগত যোগ্যতা:
এমবিবিএস/এমডি/ডিএনবি বা সমমানের অথবা, DM/DNB বা সমতুল্য। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য প্রার্থীদের অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
নির্বাচন প্রক্রিয়া:
কলকাতা পোর্ট ট্রাস্ট আয়োজিত সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হবে। প্রার্থীদের নির্বাচনের নিয়ম, যোগ্যতার নিয়ম এবং অন্যান্য তথ্য সম্পর্কিত আরও বিশদ বিবরণের জন্য অফিসিয়াল ওয়েবসাইট বা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপন দেখে নিন।
কলকাতা পোর্ট ট্রাস্ট নিয়োগ 2023 আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের ওয়াক-ইন-ইন্টারভিউয়ের জন্য ব্যক্তিগতভাবে উপস্থিত হতে হবে।
প্রার্থীদের অবশ্যই সমস্ত প্রয়োজনীয় নথিপত্রের সাথে আসল ও এক সেট ফটোকপি সহ উপস্থিত হতে হবে।
শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা নিয়োগের স্থান ও সময়:
শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের গেস্ট হাউস, কলকাতা (Kolkata Port Trust), ৯৩, চৌরঙ্গী রোড, কলকাতা-৭০০০২০ (এক্সাইড ক্রসিংয়ের কাছে), সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত। ৩-৬-২০২৩ তারিখে।
SAIL দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ডিএসপি হাসপাতালে মোট ৭৩ জন নার্স ও ফার্মাসিস্টদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনলাইনে আবেদন করা যাবে এই পদে। M&HS বিভাগে ৬০০ শয্যা বিশিষ্ট মাল্টি-স্পেশালিটি ডিএসপি হাসপাতালে শূন্যপদেই হবে নিয়োগ। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা কেবল SAIL,দুর্গাপুর স্টিল প্ল্যান্টের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন।
Jobs In SAIL Durgapur: ডিএসপি হাসপাতালে নার্স ও ফার্মাসিস্টদের শিক্ষাগত যোগ্যতা
নার্সদের দক্ষতা প্রশিক্ষণ (PTN)পদে আবেদনের ক্ষেত্রে B.Sc. (নার্সিং) ও সরকার থেকে জেনারেল নার্সিং ও মিডওয়াইফারিতে ডিপ্লোমা থাকতে হবে। এ ছাড়াও স্বীকৃত ইনস্টিটিউট থেকে ইন্টার্নশিপ সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়) তা লাগবে। পাশাপাশি নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে আবেদনকারীর।
ফার্মাসিস্টদের দক্ষতা প্রশিক্ষণ (PTP) পদে আবেদনের ক্ষেত্রে ফার্মাসিতে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিগ্রি/ ডিপ্লোমা ও ফার্মেসি কাউন্সিলের রেজিস্ট্রশনের শংসাপত্র প্রয়োজন।
Education Loan Information:
Calculate Education Loan EMI