UGC-NET Cancellation: ১৮ জুনের UGC-NET বাতিল! CBI তদন্তের নির্দেশ! কী হবে পরীক্ষার্থীদের?
CBI on UGC-NET: ১৮ জুন ইউজিসির নেট পরীক্ষা নিয়েছিল এনটিএ। দুই শিফটে পরীক্ষা হয়েছিল।
নয়াদিল্লি: জুনের ইউজিসি-নেট বাতিল (UGC NET Cancelled) করল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। ইউজিসি-নেট বাতিল করে সিবিআই তদন্তের নির্দেশ। অস্বচ্ছতার কারণ দেখিয়ে ইউজিসি-নেট বাতিল। নিট নিয়ে তোলপাড়ের মধ্যেই ইউজিসি-নেট বাতিল। ১৮ জুন ইউজিসির নেট পরীক্ষা নিয়েছিল এনটিএ। দুই শিফটে পরীক্ষা হয়েছিল।
সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে খবর এসেছে, ওই পরীক্ষায় কোনও ত্রুটি রয়েছে। তারপরে শিক্ষামন্ত্রক ওই পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, শিক্ষামন্ত্রক জানিয়েছে ওই পরীক্ষায় একাধিক অনিয়ম হয়েছিল বলে তাদের কাছে খবর এসেছে। সেই কারণেই বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
National Testing Agency announces cancellation of UGC-NET following prima facie indications that integrity of exam compromised
— Press Trust of India (@PTI_News) June 19, 2024
NTA- বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি ইউজিসি-নেট পরীক্ষা নেয়। চলতি বছরের ১৮ জুন, পেন ও পেপারের মাধ্য়মে ওএমআর শিটে নেট পরীক্ষা নেওয়া হয়েছিল। সারা দেশে ২টি শিফটে এই পরীক্ষা হয়েছিল। ১৯ জুন, UGC স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা National Cyber Crime Threat Analytics unit of Indian Cyber Crime Coordination Centre-এর তরফে এই পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু ইনপুট পায়। সেই তথ্য প্রাথমিকভাবে দেখাচ্ছে যে এই পরীক্ষার স্বচ্ছতা নষ্ট করা হয়েছে।
পরীক্ষার্থীদের কোনও চিন্তা রয়েছে?
এই পরীক্ষার স্বচ্ছতা নিয়ে যাতে কোনওরকম প্রশ্ন না ওঠে সেই কারণেই শিক্ষামন্ত্রকের তরফে এই দিনের নেট পরীক্ষা বাতিল করার কথা ঘোষণা করা হয়েছে। ফের নতুন করে এই পরীক্ষা নেওয়া হবে। সেই সংক্রান্ত তথ্য় শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি, এই পরীক্ষা নিয়ে যা যা তথ্য মিলেছে তা সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে।
"To ensure the highest level of transparency and sanctity of the examination process, the Ministry of Education, Government of India has decided that the UGC-NET June 2024 Examination be cancelled. A fresh examination shall be conducted, for which information shall be shared… pic.twitter.com/tGb9EcaGQz
— ANI (@ANI) June 19, 2024
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: একাধিক ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি! তালিকায় ধানও, লাভ হবে বাংলার?
Education Loan Information:
Calculate Education Loan EMI