NEET PG Admit Card: হল টিকিট জারি করল NBEMS, কোথায় পড়েছে নিট পিজির পরীক্ষাকেন্দ্র ?
NBEMS: এরই মধ্যে সুপ্রিম কোর্টের তরফে আগামীকাল অর্থাৎ ৯ অগাস্ট নিট পিজি স্থগিত করার ব্যাপারে যে দাবি জমা পড়েছিল তাঁর চূড়ান্ত শুনানি হবে। ১১ অগাস্টের পরীক্ষা কি ফের স্থগিত হবে ?
NEET Exams: নিট ইউজি নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল সারা দেশে। তার রেশ কেটেছে কিছুদিন আগেই। এবারে জারি হয়েছে নিট পিজির অ্যাডমিট কার্ড। ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস সংস্থা সংক্ষেপে এনবিইএমএস (NBEMS) ৮ অগাস্ট অর্থাৎ আজ বৃহস্পতিবার আসন্ন নিট পিজি ২০২৪ এর জন্য হল টিকিট প্রকাশ করেছে। যে সমস্ত পরীক্ষার্থী ফর্ম পূরণ করেছেন আগেই (NEET PG 2024), তারা ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে সহজেই ডাউনলোড করে নিতে পারবেন এই হল টিকিট (NEET PG 2024 Admit Card)। এছাড়া natboard.edu.in ওয়েবসাইট থেকেও এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।
এরই মধ্যে সুপ্রিম কোর্টের তরফে আগামীকাল অর্থাৎ ৯ অগাস্ট নিট পিজি স্থগিত করার ব্যাপারে যে দাবি জমা পড়েছিল তাঁর চূড়ান্ত শুনানি হবে। কোনও কোনও পরীক্ষার্থী এই পরীক্ষা স্থগিত করার আবেদন জানিয়েছিলেন কারণ পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো খুবই কঠিন ও অসুবিধেজনক হয়ে উঠেছিল তাদের কাছে। আগামীকালের শুনানিতে এই পরীক্ষা স্থগিত হবে নাকি একই সময়ে অনুষ্ঠিত হবে তা দেখার।
আগামী ১১ অগাস্ট ২০২৪ সারা দেশ জুড়ে আয়োজিত হবে নিট পিজি ২০২৪। মূলত দুটি শিফটে হবে এই পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে সারা দেশের মেডিকেল কলেজগুলিতে মোট ৫২ হাজার শূন্যপদে প্রার্থী নিয়োগ করা হবে স্নাতকোত্তরের জন্য। এর আগে ২৩ জুন হওয়ার কথা ছিল এই নিট পিজি পরীক্ষা। তবে পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে কিছু সমস্যা, অসদুপায়ে প্রশ্ন ফাঁসের ঘটনার দাবিতে পরীক্ষার দিন পিছিয়ে দেওয়া হয়। এই নিয়ে চতুর্থবার পিছিয়ে দেওয়া হল নিট পিজি পরীক্ষা। প্রথমে দিন ঠিক ছিল ৩ মার্চ, তা বদলে করা হয় ৭ জুলাই এবং সেই তারিখও পরে পালটে এগিয়ে আনা হয় ২৩ জুনে। এখন ১১ অগাস্ট হবে পরীক্ষা।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Recruitment News: অষ্টম পাশেই পাবেন ডাকবিভাগে কাজের সুযোগ, কোন পদে ? কী যোগ্যতা ?
Education Loan Information:
Calculate Education Loan EMI