NEET PG 2024: ফের সক্রিয় NEET দুর্নীতির চক্র ? সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে এই ভুয়ো নোটিস, সতর্ক করল কেন্দ্র
Fake Notice On NEET PG 2024 Exam: সোশ্যাল মিডিয়ায় যেমন হোয়াটসঅ্যাপ, মেল ও এসএমএস সম্প্রতি নিটপিজি নিয়ে একটি ভুয়ো নোটিস ছড়াতে শুরু করেছে। এবার সেই নিয়ে সতর্ক করল কেন্দ্র।
Fake Notice On NEET PG 2024 Exam: ফের সক্রিয় হচ্ছে NEET PG দুর্নীতির চক্র ? সম্প্রতি একটি ফেক নোটিস নিয়ে সতর্ক করল কেন্দ্র। এই নোটিসটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বিশেষত হোয়াটসঅ্যাপে ফরোয়ার্ড করা হচ্ছে। ওই নোটিসে বলা হয়েছে, নিট পিজির (NEET PG 2024) নতুন তারিখ নির্ধারিত হয়েছে। আগের তারিখ বাতিল করে নতুন তারিখ ঠিক করা হয়েছে। সেই তারিখেই পরীক্ষা নেওয়া হবে। এই ভুয়ো নোটিস নিয়েই এবার সতর্ক করল কেন্দ্র। ন্যাশনাল বোর্ড অব এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্সের তরফে এই নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে এই বিষয়টি উল্লেখ করে বিভ্রান্ত নাহ ওয়ার পরামর্শ দিয়েছে বোর্ড।
কী বলছে মেডিকেল পরীক্ষা বোর্ড ?
মেডিকেল পরীক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, কিছু অসাধু ব্যক্তি (NEET Scam) হোয়াটসঅ্যাপ, মেল, এসএমএস-এ নিট পিজি পরীক্ষার তারিখ নিয়ে ভুয়ো নোটিস ছড়াচ্ছে। যেখানে আসল সত্যিটা হল এখনও কোনও তারিখ ঘোষণাই করা হয়নি। তাই এই ধরনের নোটিস দেখে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিচ্ছে কেন্দ্র।
আপাতত কী জানা গিয়েছে পরীক্ষা নিয়ে ?
এনটিএ অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি সূত্রের খবর, পরীক্ষা চলতি মাসেই অর্থাৎ জুলাইয়েই অনুষ্ঠিত হবে। কিন্তু কবে অনুষ্ঠিত হবে, সেই তারিখ এখনও স্থির হয়নি। দ্রুত তা স্থির করে বিজ্ঞপ্তি দেবে এনটিএ। অন্যদিকে প্রশ্নফাঁস রুখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি।
প্রশ্নফাঁস রুখতে বিশেষ ব্যবস্থা
প্রশ্নফাঁস রুখতে এবার পরীক্ষার দুই ঘন্টা আগে প্রশ্ন করবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। তার পর সেই প্রশ্নের ভিত্তিতে পরীক্ষা নেওয়া হবে। গতবার প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছে, এই দাবিতে নিট পিজি পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছিল। এই নিয়ে একের পর এক বিতর্ক শুরু হয়। ততদিনে নিট ইউজি পরীক্ষার দুর্নীতি প্রকাশ্যে এসে গিয়েছে। ৭২০-তে ৭১৯, ৭১৮ নম্বর পাওয়া পড়ুয়ারা কীভাবে ওই নম্বর পেতে পারে, তা নিয়েও প্রশ্নও ওঠে। সম্প্রতি ১৫৬৩ জনের পরীক্ষা বাতিল করে নতুন করে তাদের পরীক্ষা নেওয়া হয়। সেখানে বেশ কয়েকজনের র্যাঙ্কও বদলে যায়।
ডিসক্লেমার: এই তথ্যাদি পরামর্শস্বরূপ পড়ুয়া/পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু দেওয়া। তাঁদের কাছে একান্ত অনুরোধ অবশ্যই সংশ্লিষ্ট ওয়েবসাইট/নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন।
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
Education Loan Information:
Calculate Education Loan EMI