এক্সপ্লোর
Advertisement
পশ্চিমবঙ্গে এখনই জাতীয় শিক্ষানীতি রূপায়ণ হচ্ছে না, জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়
জাতীয় শিক্ষানীতি নিয়ে সোমবার রাষ্ট্রপতির পৌরহিত্যে সমস্ত রাজ্যের শিক্ষামন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
কলকাতা: পশ্চিমবঙ্গে এখনই জাতীয় শিক্ষানীতি ২০২০ রূপায়ণ হচ্ছে না বলে জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেছেন, ‘এই শিক্ষানীতিতে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর গুরুত্বকে খাটো করা হয়েছে। জাতীয় শিক্ষানীতিতে অনেক আপত্তির বিষয় আছে।’
জাতীয় শিক্ষানীতি নিয়ে সোমবার রাষ্ট্রপতির পৌরহিত্যে সমস্ত রাজ্যের শিক্ষামন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘শিক্ষায় সরকারি হস্তক্ষেপ হওয়া উচিত নামমাত্র। দেশকে আত্মনির্ভর করতে সাহায্য করবে নতুন শিক্ষানীতি।’
সেই ভার্চুয়াল বৈঠকে রাজ্যের আপত্তির কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘রাজ্যের ভূমিকা খর্ব করে কেন্দ্রীয় নীতি প্রণয়ন করা হচ্ছে। ভারতের মতো বহুমাত্রিক দেশে এমন নীতিতে লাভ নেই।’ পাশাপাশি বাংলা ভাষাকে উপেক্ষা করা হচ্ছে বলেও অভিযোগ করেন পার্থ। বলেন, ‘পঠনের তালিকায় কেন নেই বাংলার মতো সমৃদ্ধ ভাষা?’ পার্থ বলেন, ‘জাতীয় শিক্ষানীতি এ রাজ্যে এখনই রূপায়িত করার কোনও প্রশ্নই ওঠে না। সংশ্লিষ্ট সকলের সঙ্গে আরও আলোচনা করতে হবে।’
Education Loan Information:
Calculate Education Loan EMI
শিক্ষা (Education) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
বিজ্ঞান
Advertisement