Job News: নর্দার্ন কোল্ডফিল্ডে চাকরির সুযোগ, শূন্যপদ ১৫০০- এর বেশি, কারা আবেদন করতে পারবেন?
Job And Recruitments: নর্দার্ন কোলফিল্ডস লিমিটেডে (এনসিএল) অ্যাপ্রেন্টিস পদে নিযুক্ত হওয়ার জন্য আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৬ বছরের মধ্যে হতে হবে।

Job News: নর্দার্ন কোলফিল্ডস লিমিটেডে (এনসিএল) অ্যাপ্রেন্টিস অর্থাৎ শিক্ষানবিশ পদে নিয়োগ করতে চলেছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এনসিএল- এর অফিশিয়াল ওয়েবসাইট nclcil.in - এ গিয়ে আবেদন করা যাবে। এই নিয়োগের মাধ্যমে এনসিএল কর্তৃপক্ষ ১৭৬৫টি শূন্যপদ পূরণ করবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে ১২ মার্চ থেকে এবং তা চলবে ১৮ মার্চ পর্যন্ত। এর পাশাপাশি ২৪ মার্চ থেকে অ্যাপ্রেন্টিস ট্রেনিদের যোগ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। ওই নির্দিষ্ট দিন থেকেই ক্যান্ডিডেটদের মেরিট লিস্ট বা মেধাতালিকার আওতায় আনা হবে যোগ্যতা অনুসারে।
কোথায় কত শূন্যপদ রয়েছে দেখে নিন একনজরে
- স্নাতক- ১৫২টি শূন্যপদ
- ডিপ্লোমা- ৫৯৭টি শূন্যপদ
- ট্রেড অ্যাপ্রেন্টিস- ৯৪১টি শূন্যপদ
আবেদনকারীদের বয়স কেমন হওয়া প্রয়োজন
নর্দার্ন কোলফিল্ডস লিমিটেডে (এনসিএল) অ্যাপ্রেন্টিস পদে নিযুক্ত হওয়ার জন্য আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৬ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ ১৮ বছরের কম বয়সীরা এবং ২৬ বছরের বেশি বয়সীরা আবেদন করতে পারবেন না। ০১/০৩/২০২৫ অনুসারে বয়সের সীমা ধার্য হয়েছে। আবেদনকারীদের জন্ম ০২/০৩/১৯৯৯- এর আগে হওয়া চলবে না এবং ০২/০৩/২০০৭- এর পরে হওয়া যাবে না।
কীভাবে বেছে নেওয়া হবে আবেদনকারীদের
যেকোনও বিষয়ে স্নাতক বা ডিপ্লোমা ডিগ্রি থাকলেও, মেরিট লিস্ট বা মেধাতালিকা তৈরি হবে আবেদনকারীদের প্রাপ্ত নম্বর অনুসারে। অনলাইন অ্যাপ্লিকেশনে যে বিবরণ দেওয়া হয়েছে সেই মতো আবেদনকারীদের নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি হবে। যাঁদের আইটিআই ট্রেনিং নেওয়া রয়েছে তাঁদের ক্ষেত্রে মেধাতালিকা তৈরি করা হবে ম্যাট্রিক বা সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বরের গড় শতাংশের ভিত্তিতে।
কীভাবে আবেদন করবেন
- নর্দার্ন কোলফিল্ডস লিমিটেডের অফিশিয়াল ওয়েবসাইটে প্রথমে যেতে হবে আবেদনকারীদের।
- এবার রিক্রুটমেন্ট লিঙ্কে ক্লিক করলে নতুন একটা পেজ আপনার সামনে খুলে যাবে।
- এরপর ক্লিক করতে হবে অ্যাপ্রেন্টিস অ্যাপ্লাই অনলাইন লিঙ্কে।
- এবার নিজেকে রেজিস্টার করে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ বা ফিলআপ করতে হবে।
- এরপর অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে।
- সব শেষে সাবমিট করতে হবে ফর্ম এবং কনফার্মেশন পেজ ডাউনলোড করতে হবে।
- পরের প্রয়োজনের জন্য একটা হার্ড কপি রেখে দিন নিজের কাছে।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
