Recruitment News: ONGC সংস্থায় ২ হাজার পদে চাকরির সুযোগ, দ্বাদশ উত্তীর্ণ হলেই করা যাবে আবেদন
ONGC Recruitment : এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড সংস্থায় ২২৩৬টি পদে শিক্ষানবিশ নেওয়া হবে। কী কী যোগ্যতা লাগবে, বয়সসীমা কত দরকার, জেনে নিন বিস্তারিত।
ONGC Recruitment: অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড সংস্থায় বিপুল নিয়োগ হতে চলেছে এবারে। মূলত শিক্ষানবিশ নিয়োগ করবে এই রাষ্ট্রায়ত্ত সংস্থা। আগামীকাল ২৫ অক্টোবর এই সংস্থায় আবেদনের (ONGC Recruitment) শেষ দিন। আগ্রহী প্রার্থীদের দেরি না করেই সেরে ফেলতে হবে আবেদন। NAPS-এর পোর্টালে গিয়েই প্রার্থীরা এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। এমনকী NATS-এর পোর্টালে গিয়েও এই কাজ করা যাবে। তবে আবেদনের (Recruitment News) আগে দেখে নিতে হবে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি মিলছে কিনা।
এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড সংস্থায় ২২৩৬টি পদে শিক্ষানবিশ নেওয়া হবে। কী কী যোগ্যতা লাগবে, বয়সসীমা কত দরকার, জেনে নিন বিস্তারিত।
শিক্ষাগত যোগ্যতা কী লাগবে
এই সংস্থায় নিয়োগ পেতে হলে প্রার্থীদের অবশ্যই দশম, দ্বাদশ, আইটিআই, ডিপ্লোমা, বিএসসি, বিটেক ইত্যাদি ডিগ্রি থাকা দরকার। একেকটি পদের জন্য একেক রকম যোগ্যতা দরকার, বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে বিস্তারিতভাবে। সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রেই আবেদনের জন্য কো ফি দিতে হবে না।
বয়সসীমা কত হতে হবে
যে সমস্ত আগ্রহী প্রার্থী এই সংস্থায় কাজের জন্য আবেদন করতে চাইছেন তাদের ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা হতে হবে ২৪ বছর। বিস্তারিত জানার জন্য সংস্থার ওয়েবসাইটে নজর দিতে হবে।
কত বৃত্তি পাওয়া যাবে
এই সংস্থায় শিক্ষানবিশ হিসেবে যোগ দিলে স্নাতক শিক্ষানবিশের জন্য ৯ হাজার টাকা বৃত্তি এবং যারা তিন বছরের ডিপ্লোমা করেছেন বা দুই বছরের আইটিআই ডিগ্রি পাশ করেছেন, তাদের জন্য ৮০৫০ টাকা বৃত্তি মিলবে। এছাড়া এক বছরের ট্রেড অ্যাপ্রেন্টিসের বৃত্তি হবে ৭৭০০ টাকা এবং দশম ও দ্বাদশ উত্তীর্ণ প্রার্থীদের বৃত্তি মিলবে ৭০০০ টাকা।
কীভাবে হবে প্রার্থী নির্বাচন
এই সংস্থায় শিক্ষানবিশ হিসেবে নিয়োগের ক্ষেত্রে প্রথমে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের শর্টলিস্ট করা হবে। রেজিস্টার্ড ইমেল আইডিতে বাছাই করা প্রার্থীদের জানানো হবে। আগামী ১৫ নভেম্বর ২০২৪ তারিখে এই প্রার্থীদের শর্টলিস্ট করা হবে। এরপরে হবে প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। সফল প্রার্থীরাই কেবল এই সংস্থায় কাজ করতে পারবেন। অতিরিক্ত তথ্যের জন্য সংস্থার ওয়েবসাইটে নজর রাখতে হবে প্রার্থীদের।
আরও পড়ুন: Gold Silver Price: লক্ষ্মীবারে দাম কমল সোনার, আজ কিনলে কত সস্তায় পাবেন ?
Education Loan Information:
Calculate Education Loan EMI