Pariksha Pe Charcha: দশম-দ্বাদশের পরীক্ষায় বাজিমাত করতে প্রধানমন্ত্রীর টিপস কী ?
Pariksha Pe Charcha Modi Tips : প্রতিবারই বোর্ডের পরীক্ষার আগে পরীক্ষার্থীদের জন্য থাকে মোদির এই টিপস-সেশন। আজ কখন?
নয়া দিল্লি: সামনেই দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা। পরীক্ষার চাপ কমাতে আজ প্রধানমন্ত্রীর পেপ-টক ( Pariksha Pe Charcha )। নয়াদিল্লির ভারত মণ্ডপমে পরীক্ষা পে চর্চা-য় পরীক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলবেন মোদি। এতে অংশ নেবে গোটা দেশের ২ কোটি ২৬ লক্ষেরও বেশি পডুয়া।
সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১২টা, দেড়ঘণ্টার পরীক্ষা পে চর্চা-য় প্রধানমন্ত্রীকে প্রশ্নও করতে পারবে ছাত্র-ছাত্রীরা। এই অনুষ্ঠানে থাকবেন শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরাও। প্রতিবারই বোর্ডের পরীক্ষার আগে পরীক্ষার্থীদের জন্য থাকে মোদির এই টিপস-সেশন।
বরাবরই ভয় পেয়ে নয়, খুশি মনে পরীক্ষা দেওয়ার পরামর্শ দিয়ে এসেছেন প্রধানমন্ত্রী। 'ভয় বা টেনশনে থেকে নয়, পরীক্ষা দেওয়া হোক উত্সবের মেজাজে' গতবছর পরীক্ষার্থীদের মুখোমুখি হয়ে এমনই একাধিক লাস্ট মিনিট সাজেশন দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ঠান্ডা মাথায় যে কোনও চ্যালেঞ্জ জয় করাই স্ট্র্যাটেজি তাঁর। সেই মন্ত্রই তিনি একাধিকবার দিয়ে এসেছেন পরীক্ষার্থীদের। পড়ুয়াদের জন্য মোদির সাজেশন, 'আপনারা এই প্রথম পরীক্ষায় বসছেন না। পরীক্ষা দিতে দিতে আপনারা এক্সাম-প্রুফ হয়ে গিয়েছেন। তাই টেনশন করবেন না। যেটুকু করবেন আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আমার বিশ্বাস আপনারা সকলে উত্সবের মেজাজে পরীক্ষা দিতে পারবেন '
প্রত্যেক বছরই পরীক্ষার চাপ সংক্রান্ত সমস্যা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলাপ আলোচনা করেন প্রধানমন্ত্রী । আর তাঁকে সামনে পেয়ে অনেক ছাত্রছাত্রীই নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেয়। এবারও তেমনই একটি আলাপচারিতা আশা করছে পড়ুয়ারা। তাঁর এই পেপ টক পরীক্ষার্থীদের টেনশন কমাবে, মনে করছেন প্রধানমন্ত্রীও। তিনি বলেছেন, 'এটি পরীক্ষা পে চর্চার সপ্তম সংস্করণ। এটি এমন একটি অনুষ্ঠান যার জন্য আমি সর্বদা অপেক্ষা করে থাকি। এটি আমাকে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করার সুযোগ দেয় এবং আমি তাঁদের পরীক্ষা সংক্রান্ত চাপ কমানোর চেষ্টা করি।'
করোনা আবহে একবছর বন্ধ ছিল এই মুখোমুখি সেশন। ২০২২ থেকে পরপর দু-বছর ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে বোর্ড-পরীক্ষায় উৎসাহ জুগিয়েছেন প্রধানমন্ত্রী। এবারও তেমনটাই ঘটতে চলেছে।
Proud to host Hon'ble PM @narendramodi's annual interaction 'Pariksha Pe Charcha' LIVE at 11:00am tomorrow! #ParikshaPeCharcha pic.twitter.com/0eltNy6JnN
— prime video IN (@PrimeVideoIN) January 28, 2024
Education Loan Information:
Calculate Education Loan EMI