Jobs In Kolkata: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে হচ্ছে নিয়োগ,কোন পদে জানেন ?
West Bengal Jobs: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে নিয়োগের বিজ্ঞপ্তি । জেনে নিন, কোন পদে কাজের সুযেগা, কারা করতে পারবেন আবেদন ।
West Bengal Jobs: প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে (Presidency University) জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা এই পদে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, গুরুত্বপূর্ণ বিশদ বিবরণ নীচে পেয়ে যাবেন। তবে আবেদনের আগে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ে নিন।
Presidency University Recruitment: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নিয়োগের বিজ্ঞপ্তি
নিয়োগ সংস্থা: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়
অফিসিয়াল ওয়েবসাইট: https://www.presiuniv.ac.in/web/
পদের নাম: জুনিয়র রিসার্চ ফেলো
শূন্যপদ: ১টি
সাক্ষাৎকারের তারিখ: 04-09-2023
Vacancy: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা:- বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীদের অবশ্যই ফার্স্ট ক্লাস M.Sc ডিগ্রি থাকতে হবে। একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জীবন বিজ্ঞানের যেকোনও ক্ষেত্রে ডিগ্রি থাকা বাধ্যতামূলক। পাশাপাশি চাকরিপ্রার্থীর UGC/CSIR NET JRF পরীক্ষায় একটি বৈধ র্যাঙ্ক থাকতে হবে।
পছন্দসই যোগ্যতা:- ম্যামালিয়ান সেল/টিস্যু কালচার,বেসিক মাইক্রোস্কোপি এবং মলিকুলার বায়োলজিতে কমপক্ষে ১ বছরের গবেষণার অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নিয়োগের জন্য বেতনের বিবরণ
বেতন:- এই পদে নিযুক্ত ব্যক্তিদের মাসে ৩১,০০০ প্লাস ২৪ শতাংশ HRA(JRF হিসাবে 1ম এবং 2য় বছর)। দ্বিতীয় বছর ৩৫,০০০ প্লাস ২৪ শতাংশ HRA/মাস (SRF হিসাবে 3য় বছর) দেওয়া হবে। আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ে নিন।
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নিয়োগের জন্য আবেদনের পদ্ধতি
আবেদনের পদ্ধতি:- আগ্রহী প্রার্থীকে অবশ্যই ২ সেপ্টেম্বর ২০২৩ এর মধ্যে santanu.dbs@presiuniv.ac.in-এ নিম্নলিখিত নথিগুলি (বিশেষত একটি পিডিএফ ফাইলে) ইমেল করতে হবে।যোগাযোগের বিশদ বিবরণ এবং মাধ্যমিকের পর থেকে নম্বরের শতাংশ, গবেষণার অভিজ্ঞতা, প্রকাশনা এবং সর্বশেষ পাসপোর্ট-আকারের ছবি সহ আপডেট করা সিভি।
B.Sc এর স্ক্যান কপি এবং M.Sc. সার্টিফিকেট
UGC/CSIR NET স্কোরকার্ড বা যোগ্যতার শংসাপত্র।
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নিয়োগের জন্য গুরুত্বপূর্ণ বিবরণ
গুরুত্বপূর্ণ তারিখ:-
সাক্ষাৎকারের তারিখ:- 04-09-2023
Jobs In Kolkata: ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB) 2023 সালে নিরস্ত্র শাখার জন্য ১৬৯ জন সাব-ইন্সপেক্টর অফ পুলিশ (পুরুষ/মহিলা) নিয়োগ করতে চলেছে। পাশাপাশি কলকাতা পুলিশ (Kolkata Police) ফোর্সে সার্জেন্ট নিয়োগ (Recruitment) করবে সরকার। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা কেবল অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন৷ পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের বিষয়ে আরও জানতে অফিসিয়াল ওয়েবসাইট দেখে নিন। শুধুমাত্র চাকরিপ্রার্থীদের স্বার্থে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিশদ বিবরণ সংক্ষেপে নীচে দেওয়া হল।
Vacancy: পোস্টের বিশদ বিবরণ:
সাব-ইন্সপেক্টর নিরস্ত্র শাখার জন্য মোট 165 জনকে নিয়োগ করা হবে।
যোগ্যতা-এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে।
সার্জেন্ট পদে হবে 4 জন নিয়োগ। এই ক্ষেত্রেও আবেদনকারীর ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে।
Kolkata Police Recruitment: কলকাতা পুলিশে এসআই পদে হচ্ছে নিয়োগ,এই যোগ্যতা থাকলেই করুন আবেদন
Education Loan Information:
Calculate Education Loan EMI