Puja Khedkar: আর IAS রইলেন না পূজা খেড়কার, UPSC-র নিষেধাজ্ঞার পর অব্যাহতি কেন্দ্রের
IAS Puja Khedkar: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন তদন্তে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে বারবার পরীক্ষা দেওয়ার সুযোগ খুঁজতে পূজা খেড়কার নিজের ভুয়ো পরিচয় ব্যবহার করেছেন। তাঁকে ঘিরে বহুদিন ধরেই বিতর্ক চলছে।
নয়াদিল্লি: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এক মাস আগেই ভারতের প্রশাসনিক পরিষেবা তথা আইএএস পদ থেকে নিষিদ্ধ ঘোষণা করেছিল বিতর্কিত আইএএস অফিসার পূজা খেড়কারকে। আর এই নিষেধাজ্ঞা জারির এক মাসের মধ্যেই কেন্দ্র সরকার পূজা খেড়কারকে ভারতীয় সিভিল সার্ভিস তথা ভারতীয় প্রশাসনিক পরিষেবা থেকে অব্যাহতি দিয়েছে। তদন্তে জানা গিয়েছে পূজা খেড়কার (IAS Puja Khedkar) অনৈতিকভাবে অনগ্রসর শ্রেণি ও প্রতিবন্ধী শ্রেণির সংরক্ষণের অপব্যবহার করে আইএএস পদে আসীন হয়েছিলেন এবং পরীক্ষা ব্যবস্থার সঙ্গে প্রতারণা করেছেন তিনি। তাঁর নির্বাচন বাতিল করার পরে সারা জীবনের জন্য প্রবেশিকা পরীক্ষা থেকে তাঁকে নিষিদ্ধ ঘোষণা করে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন।
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন তদন্তে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে বারবার পরীক্ষা দেওয়ার সুযোগ খুঁজতে পূজা খেড়কার নিজের ভুয়ো পরিচয় ব্যবহার করেছেন। তাঁকে ঘিরে বহুদিন ধরেই বিতর্ক চলছে। আর এই বিতর্কের মাঝেই ২০০৯ সাল থেকে শুরু করে ২০২৩ সালের ইউপিএসসি উত্তীর্ণ হয়েছেন এমন ১৫ হাজার প্রার্থীর নথি ভালভাবে যাচাই করেছে। আর এই পর্যালোচনার পর দেখা গিয়েছে সিভিল সার্ভিস পরীক্ষার নিয়ম অনুযায়ী স্বীকৃত যতবার পরীক্ষা দেওয়া যায়, তাঁর থেকে বেশিবার পরীক্ষায় বসেছেন পূজা মনোরমা দিলীপ খেড়কার। তিনি ছাড়া অন্য কেউ এভাবে প্রতারণা করেনি।
এই বছর জুন মাসেই পূজা খেড়কারকে ঘিরে বিতর্ক শুরু হয় যখন তিনি তাঁর ২ বছরের প্রবেশনারি পিরিয়ডেই গাড়ি, সহায়ক কর্মী এবং অন্যান্য সুযোগ সুবিধা দাবি করতে থাকেন যা কখনও প্রবেশনারি অফিসারের পাওয়ার কথা নয়। এই বিষয়ে পুনের কালেক্টর সুভাষ দিওয়াসে মহারাষ্ট্রের মুখ্য সচিব সুজাতা সৌনিককে জানান আর তারপরেই পূজা খেড়কারকে বদলি করা হয় ওয়াশিম অঞ্চলে।
এই বিতর্কের মাঝেই প্রকাশ্যে আসে যে ওবিসি অনগ্রসর শ্রেণির প্রার্থী হিসেবে ইউপিএসসি পরীক্ষায় সুবিধে নিয়েছেন পূজা খেড়কার তা ভুয়ো। তাঁর বাবা দিলীপ খেড়কার একজন মহারাষ্ট্রের প্রাক্তন সরকারি কর্মী যার মোট সম্পদ ৪০ কোটির কাছাকাছি। আবার এও জানা গিয়েছে যে, যে প্রতিবন্ধী সংরক্ষণের দাবি করে পরীক্ষায় বসেছেন তিনি, তাঁর জন্য কোনও মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হননি পূজা খেড়কার। তাঁর মা মনোরমা খেড়কারের একটি ভিডিয়ো এর মধ্যে প্রকাশ্যে এসে চাঞ্চল্য ছড়ায় যেখানে দেখা যাচ্ছিল যে হাতে বন্দুক নিয়ে তিনি গ্রামের কৃষকদের হুমকি দিচ্ছেন। পরে মনোরমা খেড়কারকে গ্রেফতার করা হয়, দিলীপ খেড়কারের বিরুদ্ধেও তদন্ত চলছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Credit Card: ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা করছেন ? এই ৫ ভুলে বাড়তে পারে ঋণের বোঝা
Education Loan Information:
Calculate Education Loan EMI