(Source: Poll of Polls)
Railway Jobs: দশম শ্রেণি পাশ হলেই চাকরি, রেলে ১৬০০ পদে হবে নিয়োগ
Indian Railway Recruitment: ভারতীয় রেলে প্রচুর শিক্ষানবীশ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। রেলে চাকরি করতে চাইলে এটাই হতে পারে সুবর্ণ সুযোগ।
Indian Railway Recruitment: ভারতীয় রেলে প্রচুর শিক্ষানবীশ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। রেলে চাকরি করতে চাইলে এটাই হতে পারে সুবর্ণ সুযোগ। সেই ক্ষেত্রে আগ্রহী চাকরিপ্রার্থীদের নর্থ সেন্ট্রাল রেলে (North Central Railway Recruitment 2022) অফিশিয়াল সাইটে আবেদন করতে হবে।
Railway Jobs: মোট কতগুলি পদে হবে নিয়োগ ?
রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের মাধ্যমে মোট ১৬৫৯টি শিক্ষানবীশ পদ পূরণ করা হবে। যে প্রার্থীরা RRC NCR (North Central Railway Recruitment 2022) এর এই পদগুলির জন্য আবেদন করতে চান, তারা অফিশিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে পারেন। এর জন্য চাকরিপ্র্রার্থীদের rrcpryj.org-এ যোগাযোগ করতে হবে।
Indian Railway Recruitment: আবেদনের শেষ তারিখ
RRC NCR শিক্ষানবীশ পদে নিয়োগের জন্য ০২ জুলাই ২০২২ থেকে আবেদন শুরু হয়েছে। এই পদগুলিতে আবেদনের শেষ তারিখ ১ অগাস্ট ২০২২।
Railway Jobs: কারা আবেদন করতে পারবেন ?
এই পদগুলির জন্য আবেদন করার জন্য প্রার্থীকে 10+2 প্যাটার্নে একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দশম বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও তার NCVT বা SCVT, ভারত সরকার থেকে প্রাসঙ্গিক ট্রেডে ITI ডিপ্লোমা থাকতে হবে।
Indian Railway Recruitment: কীভাবে হবে প্রার্থী নির্বাচন ?
এই পদে মেধার ভিত্তিতে নির্বাচন করা হবে প্রার্থীদের। দশম শ্রেণি আইটিআই উভয়ের নম্বরকে সমান গুরুত্ব দেওয়া হবে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে। যার ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে। এই পদগুলির জন্য আবেদনের ফি ১০০ টাকা রাখা হয়েছে। সংরক্ষিত বিভাগ, মহিলা প্রার্থী ও PWD প্রার্থীদের জন্য কোনও ফি লাগবে না। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চাকরিপ্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইটে সরকারি বিজ্ঞপ্তি দেখে নিতে হবে। সেখানেই যাবতীয় বিবরণ পেয়ে যাবেন চাকরিপ্রার্থী।
Education Loan Information:
Calculate Education Loan EMI