Recruitment News: খাদ্য দফতরে চাকরির সুযোগ, গ্রুপ এ ও গ্রুপ বি পদে হবে নিয়োগ- কী যোগ্যতা লাগবে ?
FSSAI Jobs: ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়াতে চাকরির (FSSAI Recruitment) সুযোগ। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গ্রুপ এ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের জন্য মোট ১১টি শূন্যপদে হবে এই নিয়োগ।
FSSAI Recruitment: ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া এবার নিয়োগ (FSSAI Recruitment) করবে ১১টি পদে। আগ্রহী প্রার্থীদের জন্য আবেদন করার বিজ্ঞপ্তি জারি করেছে সংস্থা। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গ্রুপ এ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার গ্রুপ বি পদে হবে এই নিয়োগ। মোট ১১টি শূন্যপদ। এই চাকরিতে ভারতের যে কোনও জায়গায় পোস্টিং (Recruitment News) হতে পারে। অনলাইন এবং অফলাইন দুভাবেই করা যাবে আবেদন। দেখে নিন কী কী যোগ্যতা লাগবে এবং বেতন কত পাবেন নির্বাচিত প্রার্থীরা।
শূন্যপদ
ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অত্থরিটি অফ ইন্ডিয়াতে চাকরির (FSSAI Recruitment) সুযোগ। মোট ১১টি শূন্যপদে হবে এই নিয়োগ। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গ্রুপ এ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার গ্রুপ বি পদে হবে এই নিয়োগ। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে লোক নেওয়া হবে ৫ জন এবং অন্য অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে লোক নেওয়া হবে ৬ জন।
বেতন কত হবে
ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়াতে এই পদে নির্বাচিত হলে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদের জন্য প্রার্থীরা পাবেন লেভেল ১০ অনুসারে বেতন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে নির্বাচিত হলে মাসিক বেতন হবে লেভেল ৮ অনুসারে।
কাজের মেয়াদ
এটি কোনও স্থায়ী চাকরি (FSSAI Recruitment) নয়। এখানে ডেপুটেশনের ভিত্তিতে ফরেইন সার্ভিস টার্মস বেসিসে নিয়োগ করা হবে। স্বল্পকালীন মেয়াদের জন্যেও লোক নেওয়া হতে পারে। কেন্দ্র সরকারি বা রাজ্য সরকারি বা বেসরকারি PSU সংস্থায় কর্মরত বা কর্ম থেকে অবসরপ্রাপ্ত অফিসাররা এই পদে কাজের সুযোগ পাবেন।
কীভাবে আবেদন করবেন
ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া সংস্থায় উপরিলিখিত পদে কাজের জন্য অনলাইন এবং অফ্লাইন দুভাবেই আবেদন করা যেতে পারে। সংস্থার (FSSAI Recruitment) অফিসিয়াল ওয়েবসাইটে এই পদের জন্য আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। আবার একই আবেদনের প্রিন্ট আউট নিয়ে তাঁর সঙ্গে সমস্ত নথি যুক্ত করে পাঠাতে হবে সংস্থার নির্ধারিত ঠিকানায়। অনলাইনে আবেদনের শেষ দিন আগামী ১৪ জুলাই ২০২৪ এবং অফ্লাইনে আবেদনের শেষ দিন ২৯ জুলাই ২০২৪।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
আরও পড়ুন: SBI Clerk Recruitment 2024: এসবিআই ক্লার্কশিপ মেন পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে, দেখবেন কীভাবে?
Education Loan Information:
Calculate Education Loan EMI