Recruitment News: কলকাতা মেট্রোয় চাকরির সুযোগ, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ- কোন পদে ? কীভাবে আবেদন ?
Kolkata Metro Recruitment: কলকাতা মেট্রো রেলওয়েতে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (অপারেশনস এবং মেনটেন্যান্স) পদে মাত্র ১ জনকে নেওয়া হবে। আর কোনও শূন্যপদ নেই।
Kolkata Metro Jobs: কলকাতা মেট্রো রেলে চাকরির সুযোগ। অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পদে নিয়োগ করবে কলকাতা মেট্রো। আর এই পদের (Kolkata Metro Recruitment) জন্য যে কোনও ফ্রেশাররা আবেদন করতে পারবেন না। কেবলমাত্র যে সমস্ত প্রার্থীর বয়স ৬০ থেকে ৬২ বছরের মধ্যে তারাই আবেদন করতে পারবেন এই পদের জন্য। অর্থাৎ অবসরপ্রাপ্ত কর্মীদের নেওয়া হবে কলকাতা মেট্রোতে। কলকাতাতেই পাবেন চাকরির (Kolkata Metro Recruitment) সুযোগ। লিখিত পরীক্ষাও দিতে হবে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমেই হবে এই নিয়োগ। দেখে নিন কোন পদের জন্য নিয়োগ, কীভাবেই বা আবেদন করবেন।
শূন্যপদ
কলকাতা মেট্রো রেলওয়েতে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (অপারেশনস এবং মেনটেন্যান্স) পদে মাত্র ১ জনকে নেওয়া হবে। আর কোনও শূন্যপদ নেই।
বয়সসীমা
কলকাতা মেট্রোতে (Kolkata Metro Recruitment) অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পদে কাজের জন্য আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৬০ থেকে ৬২ বছরের মধ্যে।
বেতন কী পাবেন
নির্বাচিত প্রার্থীরা কলকাতা মেট্রোতে কাজের জন্য নিম্নলিখিত নিয়মে বেতন পাবেন।
কেন্দ্রীয় বা রাজ্য সরকারি সংস্থার অবসরপ্রাপ্ত কর্মী হলে- শেষ বেসিক পে-র ৫০ শতাংশ + কেন্দ্রীয় বা রাজ্য মহার্ঘভাতা
বেসরকারি সংস্থার অবসরপ্রাপ্ত কর্মী হলে- একই বিভাজন থাকছে, কেবলমাত্র এক্ষেত্রে প্রার্থী পাবেন IDA।
কাজের অভিজ্ঞতা
রেলওয়ে / কেন্দ্র বা রাজ্য সরকারি সংস্থা / বেসরকারি সংস্থার ডেপুটি চিফ অপারেশন ম্যানেজার পদে কাজের অভিজ্ঞতা এবং এই পদেই অবসর পেয়ে থাকতে হবে।
অপারেশনস এবং ম্যানেজমেন্টে প্রার্থীর কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং SG বা JAG স্তরের পদ থেকে অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে প্রার্থীকে।
কাজের মেয়াদ
কলকাতা মেট্রোতে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পদে নিযুক্ত হলে চুক্তির ভিত্তিতে ৬ মাস কাজের সুযোগ পাবেন যা পরে কাজের দক্ষতার ভিত্তিতে কাজের মেয়াদ বাড়ানো হতে পারে।
কাজের জায়গা
এই পদে কাজের জন্য কলকাতায় থেকেই কাজ করা যাবে।
কীভাবে আবেদন
অফলাইনে নির্দিষ্ট ঠিকানায় ডাকযোগে নিজের আবেদনপত্র পাঠাতে হবে আগামী ২ জুলাইয়ের মধ্যে।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
আরও পড়ুন: Jobs And Recruitments: বিএসএফ দিচ্ছে চাকরির সুযোগ, নিয়োগ হবে অসম রাইফেলসে, কোন কোন পদে নিয়োগ?
Education Loan Information:
Calculate Education Loan EMI