SBI Recruitment 2023: নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, কারা করবেন আবেদন?
Job News: কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল SBI । আগামী মাস পর্যন্ত করা যাবে আবেদন। কারা কীভাবে করবেন আবেদন? রইল বিস্তারিত তথ্য
কলকাতা: নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI Recruitment 2023)। ৮ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়ার ঘোষণা করেছে SBI । জুনিয়র অ্যাসোসিয়েট পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই স্নাতক হতে হবে।
শূন্যপদের সংখ্যা: 8424
গুরুত্বপূর্ণ তারিখ:
১৭.১১.২৩ |
অনলাইন রেজিস্ট্রেশন শুরু |
৭.১২.২৩ |
অনলাইনে আবেদনের শেষ দিন |
৭.১২.২৩ |
আবেদনপত্র সংশোধনের শেষ দিন |
২২.১২.২৩ |
আবেদনপত্র ডাউনলোডের শেষ দিন |
১৭.১১.২৩ থেকে ৭.১২.২৩ |
অনলাইনে ফি জমা দেওয়ার সময়সীমা |
আবেদনের খুঁটিনাটি:
- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট sbi.co.in এখানে গিয়ে আবেদন জানাতে পারবেন চাকরিপ্রার্থীরা।
- ২০ থেকে ২৮ বছরের মধ্যে যাঁদের বয়স তাঁরা এবছর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্লার্ক পদে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
- স্নাতক ডিগ্রি থাকতে হবে। স্বীকৃতীপ্রাপ্ত কোনও বিশ্ববিদ্যালয় থেকে পেতে হবে।
কীভাবে করবেন আবেদন?
- প্রথমে SBI-এর অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in এই ঠিকানায় যেতে হবে।
- অ্যাপ্লাই অনলাইন লিঙ্কে ক্লিক করতে হবে।
- সঙ্গে সঙ্গে স্ক্রিনে ভেসে উঠবে রেজিস্ট্রেশন ফর্ম।
- সেখানে নাম, আধার নম্বর, ইমেল আইডি, মোবাইল নম্বর, ঠিকানা সহ যাবতীয় তথ্য দিতে হবে।
- সাবমিট রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে।
- প্রয়োজনীয় আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে পরবর্তী ধাপে।
- অ্যাপ্লিকেশন ফর্মে যা যা তথ্য জানতে চাওয়া হচ্ছে তা পূরণ করে সাবমিট করতে হবে।
- সব নথির স্ক্যান করা কপি আপলোড করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে।
- অ্যাপ্লিকেশন ফর্মের কপি ডাউনলোড করে নিজের কাছে রেখে দিতে হবে।
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় নিয়োগ: সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Central Bank of India) স্পেশ্যালিস্ট ক্যাটেগরিতে (Specialist Category) অফিসার নিয়োগ করবে। আজ অর্থাৎ ১৯ নভেম্বর পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। মোট ১৯২টি শূন্যপদ রয়েছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা (ব্যাঙ্কের আবেদনের শর্তাবলী অনুসারে) সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জমা দিতে পারবেন। centralbankofindia.co.in/en/recruitments - এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনেই আবেদন জমা দিতে পারবেন আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা।
কীভাবে বাছাই?
প্রথমে একটি অনলাইন লিখিত পরীক্ষা হবে। সেখানে উত্তীর্ণ হলে ডাকা হবে পার্সোনাল ইন্টারভিউ রাউন্ডে। লিখিত পরীক্ষা হতে পারে এবছর ডিসেম্বর মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে। মোট ১০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। সময় থাকবে ৬০ মিনিট অর্থাৎ এক ঘণ্টা। স্ট্রিম বা ক্যাটেগরি ভিত্তিক ৬০ নম্বরের প্রশ্ন থাকবে। কম্পিউটারের পরীক্ষা হবে ২০ নম্বরের। আর ব্যাঙ্কিং, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং সাধারণ জ্ঞানের ২০ নম্বরের প্রশ্ন থাকবে এই লিখিত পরীক্ষায়। পরীক্ষার তারিখ প্রকাশিত হলে তার কিছুদিন আগে কল লেটার দেওয়া হবে প্রার্থীদের।
আরও পড়ুন: UGC NET 2023: কবে কোন পরীক্ষা? UGC NET- এর বিস্তারিত সূচি ঘোষণা
Education Loan Information:
Calculate Education Loan EMI