RRB NTPC Graduate Recruitment 2026: স্নাতক হলে রেলে চাকরির সুযোগ, শূন্যপদ কত? কোন কোন পদে হবে নিয়োগ?
Jobs And Recruitments: RRB- এর অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের শেষ দিন ২০ নভেম্বর।

RRB NTPC Graduate Recruitment 2026: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ আরআরবি নিয়োগ করতে চলেছে। RRB NTPC Graduate Recruitment 2026- এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে, ২১ অক্টোবর থেকে। RRB- এর অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের শেষ দিন ২০ নভেম্বর। অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ার শেষ তারিখ ২২ নভেম্বর। মডিফিকেশন উইন্ডো খুলবে ২৩ নভেম্বর এবং বন্ধ হবে ২ ডিসেম্বর। যাবতীয় খুঁটিনাটি তথ্য পাওয়া যাবে RRB- র অফিশিয়াল ওয়েবসাইটে। মোট শূন্যপদ ৫৮১০টি।
কোথায় কত শূন্যপদ রয়েছে সবিস্তারে দেখে নিন
- চিফ কমার্শিয়াল Cum টিকিট সুপারভাইজার - ১৬১টি শূন্যপদ
- স্টেশন মাস্টার- ৬১৫টি শূন্যপদ
- গুডস ট্রেন ম্যানেজার- ৩৪১৬টি শূন্যপদ
- জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিসট্যান্ট Cum টাইপিস্ট- ৯২১টি শূন্যপদ
- সিনিয়র ক্লার্ক Cum টাইপিস্ট- ৬৩৮টি শূন্যপদ
- ট্র্যাফিক অ্যাসিসট্যান্ট- ৫৯টি শূন্যপদ
আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্যদের কীভাবে বেছে নেওয়া হবে, জেনে নিন
নিয়োগ প্রক্রিয়া প্রথম ধাপে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (Computer Based Test - CBT) হবে। দ্বিতীয় পর্যায়েও হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা তবে সেখানে দেখা হবে টাইপিং স্কিল (Computer Based Typing Skill Test - CBTST), অ্যাপ্টিটিউড টেস্ট (Computer Based Aptitude Test - CBAT)। এরপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিক্যাল এক্সামিনেশন (Document Verification/Medical Examination)। ভুল উত্তর দিলে ওই প্রশ্নে যত নম্বর থাকবে তার ১/৩ অংশ নম্বর বাদ যাবে।
অ্যাপ্লিকেশন ফি কাদের জন্য কত টাকা ধার্য হয়েছে
তফশিলি জাতি, তফশিলি উপজাতি, অবসরপ্রাপ্ত চাকরিজীবী, বিশেষ ভাবে সক্ষম, মহিলা, রূপান্তরকামী, সংখ্যালঘু, অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণির আবেদনকারীদের ক্ষেত্রে ২৫০ টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। বাকিদের জন্য অ্যাপ্লিকেশন ফি ৫০০ টাকা ধার্য হয়েছে। অ্যাপ্লিকেশন ফি অনলাইনে জমা দিতে হবে।
কীভাবে আবেদন করবেন, দেখে নিন
- প্রথমে RRB- র অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- এরপর হোমপেজে থাকা RRB NTPC Graduate Recruitment 2026 লিঙ্কে ক্লিক করতে হবে।
- এবার একটা নতুন পেজ খুলে যাবে আপনার কম্পিউটার স্ক্রিনে।
- এখানে আবেদনকারীরা রেজিস্ট্রেশন ডিটেলস দিতে পারবেন।
- এরপর সাবমিট অপশনে ক্লিক করে অ্যাকাউন্ট লগ-ইন করতে পারবেন।
- এবার অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। ভালভাবে দেখেশুনে ফর্ম ফিলআপ করতে হবে।
- এরপর অনলাইনে অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। তারপর ক্লিক করতে হবে সাবমিট বাটনে।
- এবার পেজটি ডাউনলোড করে নিতে হবে। পরে কাজে লাগতে পারে এই জন্য একটা হার্ড কপি রাখতে পারেন।
Education Loan Information:
Calculate Education Loan EMI






















