SAIL Durgapur Jobs: দুর্গাপুর স্টিল প্লান্টে চাকরির সুযোগ, এই পদগুলিতে হবে নিয়োগ
SAIL Durgapur Jobs: সব মিলিয়ে ২৪টি পদে হবে এই নিয়োগ। যেখানে মেডিক্যাল অফিসার ও স্পেশ্যালিস্ট ডাক্তার নেওয়া হবে। পুরোপুরি চুক্তির ভিত্তিতে হবে এই নিয়োগ।
Jobs in Durgapur steel plant: স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার দুর্গাপুর স্টিল প্লান্টে মেডিক্যাল অফিসার ও স্পেশ্যালিস্ট ডাক্তার পদে হবে নিয়োগ। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের উপযুক্ত যোগ্যতা থাকলে নির্দিষ্ট দিনে সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন।
SAIL Durgapur Jobs: সব মিলিয়ে ২৪টি পদে হবে এই নিয়োগ। যেখানে মেডিক্যাল অফিসার ও স্পেশ্যালিস্ট ডাক্তার নেওয়া হবে। পুরোপুরি চুক্তির ভিত্তিতে হবে এই নিয়োগ।
GENERAL DUTY MEDICAL OFFICERS – 16
Educational Qualification: MBBS
SPECIALIST – 08
ডিসিপ্লিন: গাইনি ও অবস, পেডিয়াট্রিক্স, সাইকিয়াট্রি, জনস্বাস্থ্য, পেশাগত স্বাস্থ্য, রেডিওলজি, চেস্ট ও টিবি
শিক্ষাগত যোগ্যতা: বিশেষত্বে পিজি ডিপ্লোমা সহ এমবিবিএস।
মেডিক্যাল ডিসিপ্লিনের ডাক্তার যাদের মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া (MCI) এর রেজিস্ট্রেশন ও বৈধ প্র্যাকটিশনার লাইসেন্স রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এখানে প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা আছে এমন ডাক্তারদের অগ্রাধিকার দেওয়া হবে।
Age Limit (For all above posts/discipline): এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের বয়স ৬৯ বছরের মধ্যে হতে হবে। এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে।
SAIL Durgapur Jobs: কীভাবে আবেদন করবেন ?
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, বয়স, অভিজ্ঞতার শংসাপত্র ও অন্য কোনও প্রাসঙ্গিক নথির সমর্থনে আবেদন/শংসাপত্র সহ নিচের নির্ধারিত তারিখে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের জন্য সরাসরি উপস্থিত থাকতে হবে।
জিডিএমও বিশেষজ্ঞ হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য প্রার্থীদের নির্বাচন ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে করা হবে। নির্ধারিত ফরম্যাটে পূরণ করা আবেদনের একটি অগ্রিম কপি আবেদনকারীদের dspintake@saildsp.co.in -এ “ENGAGEMENT OF DOCTORS IN MEDICAL DISCIPLINES ON CONTRACT BASIS AT DSP” বিষয় হিসাবে ৮.২.২০২২
তারিখের বিকেল ৫টার মধ্যে পাঠাতে হবে।
ইন্টারভিউয়ের তারিখ ও স্থান
Date: 09/02/2022 – 11/02/2022
স্থান: Office of ED(M&HS), DSP Main Hospital Durgapur- 713205, Paschim Bardhaman.
Official website of SAIL- Durgapur Steel Plant — https://sailcareers.com
Education Loan Information:
Calculate Education Loan EMI