(Source: ECI/ABP News/ABP Majha)
SBI CBO Recruitment 2021: ৩৬,০০০ টাকা বেতন, SBI-তে চাকরির সুযোগ
SBI Jobs : সম্প্রতি সার্কেল বেসড অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে স্টেট ব্যাঙ্ক (SBI CBO Recruitment 2021)। এই পদে চাকরিপ্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা ও পরে ইন্টারভিউয়ের মুখোমুখি হতে হবে।
SBI Jobs 2021: সার্কেল বেসড অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে স্টেট ব্যাঙ্ক State Bank Of India (SBI)। সব মিলিয়ে ১২২৬টি পদে নিয়োগের ঘোষণা করেছে দেশের বৃহত্তম ব্যাঙ্ক। যার মধ্যে ১১০০ রেগুলার ছাড়াও ১২৬টি পুরোনো পদ খালি হয়েছে। আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে এই পদে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থী। এই বিষয়ে বিশদে জানতে ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করুন।
SBI CBO Recruitment 2021: সম্প্রতি সার্কেল বেসড অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে স্টেট ব্যাঙ্ক (SBI CBO Recruitment 2021)। এই পদে চাকরিপ্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা ও পরে ইন্টারভিউয়ের মুখোমুখি হতে হবে। জানুয়ারিতে হবে স্টেট ব্যাঙ্কে চাকরির লিখিত পরীক্ষা।
SBI CBO Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে অবশ্যই কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। প্রার্থীদের ২ বছর কোনও বাণিজ্যিক অথবা স্থানীয় গ্রামীণ ব্যাঙ্কে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
SBI Jobs 2021: বয়স সীমা
স্টেট ব্যাঙ্কের সার্কেল বেসড অফিসার পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর বয়স অবশ্যই ২১-৩০ বছরের মধ্যে হতে হবে। নতুব চাকরির ক্ষেত্রে সুযোগ পাবেন না তিনি।
SBI CBO Recruitment 2021: কীভাবে আবেদন করবেন
১ প্রথমে ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট sbi.co.in. -এ যোগাযোগ করুন।
২ এখানে হোম পেজে ক্যারিয়ার অপশনে ক্লিক করুন।
৩ এবার কারেন্ট ওপেনিংস ট্যাবে ক্লিক করুন।
৪ এখানে 'রিক্রুটমেন্ট অব সার্কেল বেসড অফিসার' অপশনে ক্লিক করুন।
৫ এবার এখানে নিজের নাম , জন্ম তারিখ দিয়ে রেজিস্ট্রেশন করুন।
৬ আবেদনের ফর্ম পূরণ করুন।
৭ আবেদনপত্র আপলোড বা জমা দিন।
৮ আবেদেনের ফি জমা দিন।
৯ শেষে পূরণ করা আবেদনপত্র ডাউনলোড করে রাখুন। এটা আপনার কাজে লাগবে।
SBI CBO Recruitment 2021: আবেদনের ফি
SC/ST ও PWD-দের জন্য এই ক্ষেত্রে কোনও আবেদনের টাকা লাগবে না। তবে যারা অসংরক্ষিত বা জেনারেল কাস্ট তাদের ৭৫০ টাকা আবেদনের ফি দিতে হবে।
SBI CBO Recruitment 2021: বেতন কত ?
স্টেট ব্যাঙ্কের এই পদে একবার সুযোগ পেলে প্রার্থীদের ন্যূনতম বেতন ৩৬,০০০ টাকা হবে। সঙ্গে প্রতি বছর রয়েছে ইনক্রিমেন্টের সুবিধা।
স্টেট ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট sbi.co.in.
Job list for this week: SBI-TCS ছাড়াও আরও চাকরির সুযোগ, এই সপ্তাহেই আবেদনের শেষ তারিখ
South Central Railway Jobs : রেলে চাকরির বিজ্ঞপ্তি জারি, এই যোগ্যতা আছে কি ?
Education Loan Information:
Calculate Education Loan EMI