SBI Clerk Recruitment 2025: ৬৫৮৯ পদে জুনিয়র অ্যাসোসিয়েট নিয়োগ করবে SBI, আবেদন শুরু- কী যোগ্যতা লাগবে ?
SBI Recruitment News: এই নিয়োগের মাধ্যমে সারা দেশের তরুণরা ব্যাঙ্কিং সেক্টরে প্রবেশের সুযোগ পাবেন। আর নির্বাচিত প্রার্থীরা অনেক ভাল বেতনের পাশাপাশি বহু সরকারি ভাতাও পাবেন।

SBI Jobs: আপনি যদি ব্যাঙ্কিং খাতে কেরিয়ার গড়তে চান, তাহলে এই সুযোগ আপনার জনই। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় শুরু হয়েছে জুনিয়র অ্যাসোসিয়েটস (SBI Jobs) পদে নিয়োগ। গ্রাহক সহায়তা ও সেলস বিভাগের জন্য ৬৫৮৯টি শূন্যপদে জুনিয়র অ্যাসোসিয়েটস নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই নিয়োগের অধীনে ৫১৮০টি নতুন শূন্যপদ এবং বাকি ১৪০৯টি ব্যাকলগ শূন্যপদ পূরণ করা হবে স্টেট ব্যাঙ্কে। আজ ৬ অগাস্ট থেকেই শুরু হয়েছে এই পদের জন্য আবেদনের (SBI Clerk Recruitment 2025) প্রক্রিয়া। আগ্রহী আবেদনকারীদের আগামী ২৬ অগাস্ট ২০২৫-এর মধ্যেই এই আবেদন সম্পূর্ণ করতে হবে।
এই নিয়োগের মাধ্যমে সারা দেশের তরুণরা ব্যাঙ্কিং সেক্টরে প্রবেশের সুযোগ পাবেন। আর নির্বাচিত প্রার্থীরা অনেক ভাল বেতনের পাশাপাশি বহু সরকারি ভাতাও পাবেন। এই পদগুলিতে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছর বয়সের মধ্যে। প্রার্থীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও শাখায় স্নাতক উত্তীর্ণ হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের সরকারি নিয়মের অধীনে বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। এসসি/এসটি শ্রেণির প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় থাকবে ৫ বছর, ওবিসি প্রার্থীদের জন্য ছাড় থাকবে ৩ বছরের। আর বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে ছাড় থাকবে ১০ বছরের।
এই নিয়োগের জন্য নির্বাচনী প্রক্রিয়া তিন ধাপে সম্পূর্ণ হবে। প্রথমে হবে প্রিলিমিনারি পরীক্ষা আর তারপরে হবে মেনস পরীক্ষা। এই প্রিলিমস পরীক্ষায় ১০০টি প্রশ্নের উত্তর দিতে হবে প্রার্থীকে ১ ঘণ্টার মধ্যে। আর এতে ৪টি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মূল পরীক্ষার জন্য ডাকা হবে। এই পরীক্ষা হবে প্রার্থীদের স্থানীয় ভাষাতেই।
আবেদন ফি কত দিতে হবে
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় জুনিয়র অ্যাসোসিয়েটস পদে নিয়োগের জন্য আগ্রহী আবেদনকারী প্রার্থীকে ৭৫০ টাকা আবেদনের ফি জমা দিতে হবে। সাধারণ, ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থীদের এই টাকা দিতে হবে, তবে বাকি সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের কোনও টাকাই দিতে হবে না আবেদনের ফি হিসেবে।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়ুন এখানে
Education Loan Information:
Calculate Education Loan EMI






















