SBI Clerk Recruitment 2021 : ৫০০০ জুনিয়র অ্যাসোসিয়েট পদে অনলাইন আবেদনের সময়সীমা বাড়াল SBI, শেষ তারিখ কবে ?
জুনিয়র অ্যাসোসিয়েট (কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস) পদে অনলাইনে আবেদনের সময়সীমা বাড়াল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
নিউ দিল্লি : জুনিয়র অ্যাসোসিয়েট (কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস) পদে অনলাইনে আবেদনের সময়সীমা বাড়াল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ফি জমা দেওয়ার শেষ তারিখও বাড়ানো হয়েছে। আগামী ২০ মে পর্যন্ত এই সুযোগ পাওয়া যাবে। বিজ্ঞাপনে বাকি যে সব শর্তাবলী ছিল, তা প্রযোজ্য থাকবে। জুনিয়র অ্যাসোসিয়েট (কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস) পদে নিয়োগের জন্য নিজেদের অফিসিয়াল ওয়েবসাইট- https://sbi.co.in. -এ বিজ্ঞপ্তি জারি করেছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
শেষ তারিখ বাড়ানোর পাশাপাশি আর্থিকভাবে দুর্বল যে সব প্রার্থী রয়েছেন, তাঁদের "আয় ও সম্পত্তির সংশাপত্র" জমা দেওয়ার গাইডলাইনও প্রকাশ করেছে SBI। তাতে বলা হয়েছে, ব্যাঙ্ক অস্থায়ীভাবে যেসব প্রার্থীকে নির্বাচন করবে, তাঁদের মধ্যে EWS(ইকোনমিক্যালি উইকার সেকশন) প্রার্থীদের নথি যাচাইয়ের দিন DoPT গাইডলাইন অনুযায়ী "আয় ও সম্পত্তির সংশাপত্র" জমা দিতে হবে। ওই সংশাপত্র প্রাসঙ্গিক অর্থবর্ষের হতে হবে। কাজেই নথি যাচাইয়ের আগেই "আয় ও সম্পত্তির সংশাপত্র" সংগ্রহ করতে হবে প্রার্থীদের। এক্ষেত্রে সংশাপত্র জমা দেওয়ার তারিখ বাড়ানোর কোনও অনুরোধ গ্রহণ করা হবে না। যদি কেউ নির্ধারিত সময়ে ওই সংশাপত্র জমা না করেন, তাহলে তাঁকে নিয়োগ করবে না SBI।
যে রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল বা বিশেষ এলাকায় শূন্যপদের জন্য প্রার্থী আবেদন করেছেন, সেই এলাকার স্থানীয় ভাষা পড়তে, লিখতে, বলতে এবং বুঝতে জানতে হবে। সিলেকশন প্রক্রিয়ার মধ্যেই স্থানীয় ভাষার উপর দখের বিষয়টি যাচাই করা হবে।
কবে পরীক্ষা :
এবছর জুন মাস নাগাদ প্রিলিমিনারি পরীক্ষা হবে। মেন পরীক্ষা হবে ৩১ জুলাই। কোনও আপডেটের জন্য প্রার্থীদের https://bank.sbi/careers অথবা https://www.sbi.co.in/careers-এই ওয়েবসাইট দুটোতে চেক করতে হবে।
বয়সসীমা(২০২১-এর ১ এপ্রিলের মধ্যে) :
২০২১-এর ১ এপ্রিলের মধ্যে ২০ বছরের কম এবং ২৮ বছরের বেশি হলে হবে না। ১৯৯৩ -এর ২ এপ্রিলের আগে জন্মালে হবে না।
নির্বাচন প্রক্রিয়া :
অনলাই পরীক্ষা(প্রিলিমিনারি ও মেন) এবং স্থানীয় ভাষায় দক্ষতা যাচাইয়ের পরীক্ষা হবে। প্রিলিমিনারিতে ১০০ নম্বরের অবজেক্টিভ পরীক্ষা হবে। সময় থাকবে এক ঘণ্টা। অন্যদিকে মেন পরীক্ষা হবে ২০০ নম্বরের। সময় থাকবে ২ ঘণ্টা ৪০ মিনিট।
Education Loan Information:
Calculate Education Loan EMI