SBI PO Mains Examination 2025: কবে হতে চলেছে SBI PO Mains পরীক্ষা? কত শূন্যপদে নিয়োগ হবে এই চাকরির মাধ্যমে?
SBI PO Mains Examination 2025 Date: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই নিয়োগের মাধ্যমে প্রবিশনারি অফিসার পদে ৫৪১ জনকে নিযুক্ত করতে চলেছে।

SBI PO Mains Examination 2025: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের প্রবিশনারি অফিসার নিয়োগের জন্য মেন পরীক্ষার সম্ভাব্য দিন প্রকাশ করেছে। SBI PO Mains পরীক্ষা হতে পারে ১৩ সেপ্টেম্বর। বিস্তারিত নির্দেশ এবং পরীক্ষার্থীদের কল লেটার দেওয়া হবে ব্যাঙ্কের অর্থাৎ এসবিআই- এর কেরিয়ার ওয়েবসাইটের মাধ্যমে। ১ সেপ্টেম্বর SBI PO প্রিলিমস পরীক্ষার ফলপ্রকাশ হয়েছে। গত ২, ৪ এবং ৫ অগস্ট SBI PO প্রিলিমস পরীক্ষা হয়েছিল। যাঁরা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁরাই SBI PO মেন পরীক্ষায় বসার সুযোগ পাবেন।
SBI PO Mains পরীক্ষার অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন
- প্রথমে এসবিআই- এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে আপনাকে। এখান থেকেই ডাউনলোড করা যাবে কল লেটার বা অ্যাডমিট কার্ড।
- হোম পেজেই দেখতে পাবেন কেরিয়ার পেজ। সেখানে ক্লিক করতে হবে। এবার ক্লিক করতে হবে কারেন্ট ওপেনিং সেকশনে।
- এরপর SBI PO 2025 - এই ট্যাবটি খুলতে হবে এবং তারপর ক্লিক করতে হবে মেনস এক্সাম কল লেটার ডাউনলোড করার লিঙ্কে।
- এবার পরীক্ষার্থীকে নিজের লগইন ক্রেডেন্সিয়াল লিখে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। স্ক্রিনের সামনে খুলে যাবে রেজাল্ট।
- এরপর ওই রেজাল্ট ডাউনলোড করে নিতে হবে। ভবিষ্যতের প্রয়োজনের জন্য একটা প্রিন্ট আউট করিয়েও রাখতে পারেন।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই নিয়োগের মাধ্যমে প্রবিশনারি অফিসার পদে ৫৪১ জনকে নিযুক্ত করতে চলেছে। এর মধ্যে রেগুলার ভ্যাকেন্সি ৫০০ জনের। বাকি ৪১ জন্য ব্যাকলগ ভ্যাকেন্সি। বাকি যাবতীয় খুঁটিনাটি তথ্য পাওয়া যাবে এসবিআই- এর অফিশিয়াল ওয়েবসাইটে।
গ্রামীণ ব্যাঙ্কে চাকরির সুযোগ
আইবিপিএস নতুন নোটিফিকেশন প্রকাশ করেছে। রিজিওনাল রুরাল ব্যাঙ্কে নিয়োগ হতে চলেছে। তার জন্য কমন রিক্রুটমেন্ট প্রসেস- এর সাহায্য নেওয়া হবে। আগ্রহী এবং যোগ্যরা ibps.in এই ওয়েবসাইটে ঢুকে অনলাইনে আবেদন জানাতে পারবেন। রিজিওনাল রুরাল ব্যাঙ্কের ক্ষেত্রে কমন রিক্রুটমেন্ট প্রসেসর মাধ্যমে গ্রুপ- এ এবং গ্রুপ বি, দুই ভাগেই নিয়োগ করা হবে। গ্রুপ- এ এর ক্ষেত্রে অফিসার নিয়োগ হবে স্কেল ওয়ান, টু, থ্রি তিনভাগে, অর্থাৎ আইবিপিএস আরআরবি পিও। অন্যদিকে, গ্রুপ বি- এর ক্ষেত্রে অফিস অ্যাসিসট্যান্ট মাল্টিপারপাস যাকে আইবিপিএস আরআরবি ক্লার্ক বলা হবে, সেখানে নিয়োগ হবে। অর্থাৎ ২০২৫ সালের জন্য আরআরবি পিও এবং আরআরবি ক্লার্ক - এই দুই বিভাগে নিয়োগের জন্য নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। গ্রামীণ ব্যাঙ্কে চাকরির সুযোগ দিচ্ছে ইন্সটিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন। এই চাকরির জন্য ২১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI






















