South Eastern Railway Recruitment 2023: দক্ষিণ-পূর্ব রেলে শিক্ষানবিশ পদে নিয়োগ, আবেদনের শেষ সুযোগ আজই, শূন্যপদ কত?
Jobs And Recruitments: গত ২৯ নভেম্বর শুরু হয়েছিল রেজিস্ট্রেশন প্রক্রিয়া। মোট ১৭৪৫টি শূন্যপদে শিক্ষানবিশ নিয়োগ করবে দক্ষিণ পূর্ব রেলওয়ে।
![South Eastern Railway Recruitment 2023: দক্ষিণ-পূর্ব রেলে শিক্ষানবিশ পদে নিয়োগ, আবেদনের শেষ সুযোগ আজই, শূন্যপদ কত? South Eastern Railway Recruitment 2023 Registration for 1745 Apprentice posts ends today 28 December South Eastern Railway Recruitment 2023: দক্ষিণ-পূর্ব রেলে শিক্ষানবিশ পদে নিয়োগ, আবেদনের শেষ সুযোগ আজই, শূন্যপদ কত?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/28/de8f35c1a130d36199037d2e80a33d561703704465636485_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
South Eastern Railway Recruitment 2023: দক্ষিণ পূর্ব রেলওয়ে- তে শিক্ষানবিশ পদে হবে নিয়োগ। এখনও যাঁরা আবেদন করেননি তাঁদের হাতে আর বেশি সময় নেই। কারণ আজ অর্থাৎ ২৮ ডিসেম্বর পর্যন্তই আবেদন করা যাবে। তাই শেষ মুহূর্তে আপনি আবেদন করে নিতে পারে। RRC SER- এর অফিশিয়াল ওয়েবসাইট rrcser.co.in - এখানে গিয়ে আবেদন জানানো যাবে। গত ২৯ নভেম্বর শুরু হয়েছিল রেজিস্ট্রেশন প্রক্রিয়া। মোট ১৭৪৫টি শূন্যপদে শিক্ষানবিশ নিয়োগ করবে দক্ষিণ পূর্ব রেলওয়ে।
কীভাবে বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীদের
রেলের নোটিফিকেশনের ভিত্তিতে যাঁরা আবেদন করেছেন তাঁদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি হবে মেরিট লিস্ট। এটি একটি Trade-wise মেরিট লিস্ট বা মেধা তালিকা হতে চলেছে। অর্থাৎ বিভিন্ন ট্রেডে কোন আবেদনকারী কেমন নম্বর পেয়েছেন তার ভিত্তিতে আলাদা আলাদা ট্রেডের জন্য আলাদা আলাদা তালিকা তৈরি করা হবে। এক্ষেত্রে গণ্য করা হবে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় প্রাপ্ত নূন্যতম ৫০ শতাংশ নম্বরের বিষয়টি। সমস্ত বিষয়ে প্রার্থীরা কত নম্বর পেয়েছেন তার ভিত্তিতেই এই শতাংশের হিসেব করা হবে। সেক্ষেত্রে অ্যাডিশনাল সাবজেক্ট, গ্রুপ সাবজেক্ট এগুলি গ্রাহ্য করা হবে না।
কাদের জন্য অ্যাপ্লিকেশন ফি কত ধার্য করা হয়েছে
তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম এবং মহিলা আবেদনকারীদের কোনও অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে না। বাকিদের ক্ষেত্রে ১০০ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই, ই-ওয়ালেট এইসব পদ্ধতি ব্যবহার করে অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়া যাবে।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
আরও পড়ুন- এলআইসি হাউসিং ফিন্যান্সে নিয়োগ, শূন্যপদ কত? কোন পদে নিয়োগ করা হবে?
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)