SSB Recruitment 2021: SSB-তে প্রচুর লোক নিয়োগ, দ্বাদশ পাশ করলেই করা যাবে আবেদন
সশস্ত্র সীমা বলে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে অবশ্যই দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে । কোনও স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে এই যোগ্যতা অর্জন করতে হবে আবেদনকারীকে।
নয়াদিল্লি: হেড কনস্টেবল পদে নিয়োগ করছে সশস্ত্র সীমা বল (SSB)। সব মিলিয়ে ১১৫ জনকে নিয়োগ করা হবে এই পদে। ন্যূনতম দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হলেই করা যাবে আবেদন। বিস্তারিত জানতে SSB-র সরকারি সাইট দেখতে হবে।
কাদের জন্য কত পদ ?
১ জেনারেল ক্যাটেগরির জন্য নির্ধারিত হয়েছে ৪৭টি পদ।
২ পাশপাশি ইডব্লিউএস(EWS) প্রার্থীদের জন্য ধরা হয়েছে ১১টি পদ।
৩ OBC অন্যান্য অনগ্রসর শ্রেণিদের জন্য ২৬টি পদ রাখা হয়েছে।
৪ SC তফসিলি জাতিদের জন্য ২১টি পদ রাখা হয়েছে।
৫ ST তফসিলি উপজাতিদের জন্য রয়েছে ১১টি পদ।
৬ এ ছাড়াও ১০ শতাংশ পদ প্রাক্তন সেনাকর্মীদের জন্য ধার্য্য করা হয়েছে।
SSB হেড কনস্টেবল পদে আবেদনের শিক্ষাগত যোগ্যতা
সশস্ত্র সীমা বলে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে অবশ্যই দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে । কোনও স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে এই যোগ্যতা অর্জন করতে হবে আবেদনকারীকে। এ ছাড়াও থাকতে হবে নির্দিষ্ট টাইপিং স্পিড। ইংরেজির ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই প্রতি মিনিটে ৩৫টি শব্দ টাইপ করার দক্ষতা রাখতে হবে। হিন্দির ক্ষেত্রে এই দক্ষতা ৩০ শব্দ প্রতি মিনিট হলেই হবে।
SSB হেড কনস্টেবল পদে আবেদনের বয়সসীমা
চাকরিপ্রার্থীদের এই পদে আবেদনের জন্য ন্যূনতম বয়স রাখা হয়েছে ১৮ বছর। সর্বোচ্চ বয়সসীমা ধরা হয়েছে ২৫ বছর। এই বিষয়ে বিশদে জানতে অবশ্যই সশস্ত্র সীমা বলের সরকারি ওয়েবসাইট দেখতে হবে।
কীভাবে আবেদন করবেন এই পদে ?
১ প্রথমে এসএসবির অফিসিয়াল সাইটে যান।
২ এবার SSB recruitment 2021-এ ক্লিক করুন।
৩ আবেদনপত্র নির্দিষ্ট প্রামাণ্য নথি দিয়ে পূরণ করে জমা দিন।
৪ আবেদনপত্রের স্ক্রিন শট নিজের কাছে রেখে দিন। এটা পরবর্তীকালে আপনার কাজে আসতে পারে। অথবা তা ডাউনলোড করে প্রিন্ট আউট রাখতে পারেন।
আবেদন করার আগে চাকরিপ্রার্থীদের আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার নথিপত্র, পাসপোর্ট সাইজ ফটো ও স্বাক্ষরের স্ক্যান করা কপি রাখতে হবে। চাইলেই হোম পেজে এসএসবি- এডিট অপশনে গিয়ে কোনও ভুল থাকলে ঠিক করতে পারেন। দুই পর্যায়ে হবে প্রার্থী বাছাই পদ্ধতি। প্রথমে শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে হবে আবেদনকারীকে। একবার সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে দু-ঘণ্টার লিখিত পরীক্ষায় বসতে হবে। ১০০ নম্বরের এই পরীক্ষায় সাধারণ জ্ঞান, গণিত, ইংরেজি, হিন্দি ছাড়াও থাকবে রিজনিং টেস্ট।
লিখিত পরীক্ষায় পাশ করলে মেডিক্যাল টেস্ট দিতে হবে আবেদনকারীকে। এই ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে পাশ করলেই যাচাই করা হবে নথিপত্র। একবার নিযুক্ত হলে মাসে ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ পর্যন্ত বেতন পাবেন এসএসবি-র হেড কনস্টেবলরা। এমপ্লয়মেন্ট নিউজে প্রকাশিত হওয়ার ৩০ দিনের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে ।
Education Loan Information:
Calculate Education Loan EMI