(Source: ECI/ABP News/ABP Majha)
Sashastra Seema Bal Jobs: এসএসবিতে কনস্টেবল পদে হচ্ছে নিয়োগ, এঁরা করতে পারবেন আবেদন
Sashastra Seema Bal Jobs: সশস্ত্র সীমা বল (SSB)-তে প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি শুরু হয়েছে। কনস্টেবল জেনারেল ডিউটি (General Duty) পদে চাকরির এই সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে |
Sashastra Seema Bal Jobs: সশস্ত্র সীমা বল (SSB)-তে প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি শুরু হয়েছে। কনস্টেবল জেনারেল ডিউটি (General Duty) পদে চাকরির এই সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে | আগ্রহী চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন করতে অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে পারেন।
Jobs Sashastra Seema Bal: হাতে মাত্র একদিন
এসএসবিতে কনস্টেবল পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের হাতে রয়েছে আর মাত্র একদিন। ১৫ অক্টোবর এই পদে আবেদন করার শেষ তারিখ রাখা হয়েছে । এই পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীদের অফিশিযাল বিজ্ঞপ্তি নম্বর File No.366/RC/SSB/CT(GD)SO/2022 দেখে নিতে হবে।
Sashastra Seema Bal Jobs: আবেদনের পদ্ধতি
এই ক্ষেত্রে সশস্ত্র সীমা বলে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের অফলাইনের পদ্ধতি অবলম্বন করতে হবে। সারা ভারতে হবে এই নিয়োগ।
SSB Vacancy Details
Post Name
No. of Posts
Constable (General Duty) 399
Sport-Wise Vacancy Details
Name of the Game Number of Vacancies For Male Number of Vacancies For Female
Archery 6 10
Athletics 24 22
Basketball 3 4
Body Building 10 0
Boxing 11 6
Cycling 4 0
Equestrian 4 0
Fencing 8 6
Football 9 8
Gymnastics 2 5
Handball 5 6
Hockey 4 4
Judo 7 7
Kabaddi 7 7
Karate 3 8
Shooting (Sports) 6 7
Sepak Takraw 7 8
Swimming 15 10
Taekwondo 9 8
Volleyball 6 6
Weightlifting 6 11
Wrestling 11 12
Wushu 5 6
Water Sports 15 12
Yatching 12 12
Total 399 Posts
SSB Vacancy Details: শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। কোনও স্বীকৃত বোর্ড থেকে এই শংসাপত্র পেতে হবে চাকরিপ্রার্থীদের।
Jobs Sashastra Seema Bal: প্রার্থীর বয়সসীমা
এই ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম মেনে চাকরির ক্ষেত্রে বয়সসমীয়া কিছু ছাড় দেওয়া হয়েছে ।
SSB Vacancy Details: আবেদনের ফি
অসংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য ১০০ টাকা আবেদন মূল্য রাখা হয়েছে। বাকি মহিলা/SC/ST ক্যাটাগরির প্রার্থীদের জন্য কোনও ফি রাখেনি কর্তৃপক্ষ।
Jobs Sashastra Seema Bal: নিম্নলিখিত ধাপের মাধ্যমে যোগ্য প্রার্থীর নির্বাচন করা হবে
নথি জমা ও যাচাই
দক্ষতা যাচাই
শারীরিক দক্ষতা ও যোগ্যতা
মেডিক্যাল পরীক্ষা
এই সব ধাপ অতিক্রম করলেই প্রার্থীরা চাকরিতে নিয়োগ পাবেন।
আরও পড়ুন : Railway Jobs: রেলে চাকরির সুবর্ণ সুযোগ, তিন হাজারের বেশি পদে নিয়োগ
Education Loan Information:
Calculate Education Loan EMI