SSC Recruitment: এসএসসিতে স্টেনোগ্রাফার গ্রেড সি ও ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে, ৫ সেপ্টেম্বর শেষ তারিখ
Staff Selection Commission: স্টাফ সিলেকশন কমিশন আপনার জন্য নিয়ে এসেছে স্টেনোগ্রাফার গ্রেড সি ও ডি পদে চাকরির সুবর্ণ সুযোগ|
Staff Selection Commission: স্টাফ সিলেকশন কমিশন আপনার জন্য নিয়ে এসেছে স্টেনোগ্রাফার গ্রেড সি ও ডি পদে চাকরির সুবর্ণ সুযোগ| আগ্রহী চাকরিপ্রার্থীরা চাইলে স্টাফ সিলেকশন কমিশনের অফিশিয়াল সাইটে গিয়ে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বিবরণ দেখে নিতে পারেন।
আবেদন শুরুর তারিখ: ২০ অগাস্ট ২০২২
আবেদন শেষের তারিখ: ৫ সেপ্টেম্বর ২০২২
পদগুলির নাম
Stenographer Grade C (Group – B, Non-Gazetted)
Stenographer Grade D (Group- C)
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা)
Stenographer Grade C
প্রার্থীদের অবশ্যই দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে ও প্রতি মিনিটে ১০০ শব্দ (w.p.m) গতিতে ইংরেজি বা হিন্দিতে টাইপ করতে হবে। ১০ মিনিটের জন্য ডিকটেশন দেওয়া হবে প্রার্থীদের।
ট্রান্সক্রিপশন টাইম
এখানে ইংরেজির ক্ষেত্রে ৫০ মিনিট দেওয়া হবে প্রার্থীদের।
পাশপাশিহিন্দির জন্য চাকরিপ্রার্থীরা ট্রান্সক্রিপশনের জন্য ৬৫ মিনিট সময় পাবেন।
Stenographer Grade D
প্রার্থীদের অবশ্যই এই পদের জন্য দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। প্রার্থীদের ৮০ w.p.m এর গতিতে ইংরেজি/হিন্দিতে ১০ মিনিটের জন্য একটি ডিক্টেশন দেওয়া হবে।
ট্রান্সক্রিপশন টাইম
ইংরেজি ট্রান্সক্রিপশনের জন্য ৪০ মিনিট সময় পাবেন চাকরিপ্রার্থীরা।
সেখানে হিন্দির জন্য দেওয়া হবে সব মিলিয়ে ৫৫ মিনিট।
চাকরিপ্রার্থীদের জন্য বয়সসীমা
এই ক্ষেত্রে বয়সসীমা মেনেই এই দুই পদে নিয়োগ করা হবে।
Stenographer Grade C ১৮-৩০ বছরের মধ্যে বয়স হতে হবে প্রার্থীদের।
Stenographer Grade D ১৮-২৭ বছরের বেশি বয়স হলে সুযোগ পাবেন না প্রার্থী।
এই পদে আবেদন মূল্য: এই পদগুলিতে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের আবেদনের ফি Debit Card, Credit Card অথবা Net Banking – এর মাধ্যমে জমা দিতে হবে। প্রার্থীকে নিম্নলিখিত আবেদনমূল্য প্রদান করতে হবে|Gen/OBC/EWS প্রার্থীদের জন্য ১০০ টাকা ফি দিতে হবে। বাকি মহিলা/SC/ ST/PWD প্রার্থীদের কোনও ফি দিতে হবে না।
Education Loan Information:
Calculate Education Loan EMI