Success Story: ৬০০০ টাকা থেকে শুরু, আজ ইউটিউবে পড়িয়েই কোটি টাকা আয়- কীভাবে সফল হিমাংশি ?
Success Story Himanshi Singh: সিটেট পরীক্ষা দেওয়ার ঠিক এক মাস পরে হিমাংশি ফোনের সেলফি ক্যামেরা অন করে একটি ভিডিয়ো শ্যুট করেন এবং সেই প্রথম ভিডিয়োতে ছিল অজস্র ভুল-ভ্রান্তি। কিন্তু থেমে থাকেননি তিনি।
Himanshi Singh: ইউটিউব যে শুধুমাত্র বিনোদনের জায়গা, তা নয়, ইউটিউবের মাধ্যমেই বহু ছাত্র-চঝাত্রী এখন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। বিজ্ঞান, গণিত থেকে শুরু করে ইতিহাস সহ ভাষা সব বিষয়েরই শিক্ষণ সহায়ক উপাদান এখন পাওয়া যায় ইউটিউবে। আর ইউটিউবে পড়িয়েই (Success Story) বহু শিক্ষক-শিক্ষিকা এখন দেশের তরুণ ছেলে-মেয়েদের কাছে বিখ্যাত হয়ে উঠেছেন। আর এমন জনপ্রিয় ইউটিউবার শিক্ষকের (Youtube Teacher) মধ্যেই উঠে আসে শিক্ষিকা হিমাংশি সিংয়ের (Himanshi Singh) নাম। কীভাবে এত জনপ্রিয় হয়ে উঠলেন তিনি ? জানেন তাঁর সাফল্যের কাহিনি ?
হিমাংশি সিং এখন দেশের অন্যতম জনপ্রিয় শিক্ষিকাদের মধ্যে অন্যতম। অনেক কম বয়সেই তাঁর প্রচুর ছাত্র-ছাত্রী সংখ্যা রয়েছে। প্রথমে হিমাংশি স্টেট বোর্ড থেকে পড়াশোনা করেন এবং তারপর দিল্লি এসে সিবিএসই বোর্ডের অধীনে পড়াশোনা করেন। তাঁর দিদির পরামর্শেই তিনি ইংরেজিতে পড়তে শুরু করেন, প্রথমে সমস্যা হলেও পরে ধীরে ধীরে বিষয়গুলি আয়ত্তে চলে আসে।
ইউটিউব থেকে প্রথম উপার্জন কত ছিল
সিটেট পরীক্ষা দেওয়ার ঠিক এক মাস পরে হিমাংশি তাঁর নিজের ফোনের সেলফি ক্যামেরা অন করে একটি ভিডিয়ো শ্যুট করেছিলেন এবং সেই প্রথম ভিডিয়োতে ছিল অজস্র ভুল-ভ্রান্তি। কিন্তু থেমে থাকেননি তিনি। একের পর এক ভিডিয়ো বানিয়ে গিয়েছেন আর এডিটিংয়ের অনেক কৌশল শিখে নিয়েছেন একে একে। ২০১৬ সালে হিমাংশি নিজের ইউটিউব চ্যানেল খোলেন 'লেটস লার্ন' নামে। সেখানে তিনি তাঁর প্রথম ভিডিয়ো আপলোড করেন কীভাবে কোচিং ছাড়াই সিটেট পাশ করবেন এই মর্মে। মানুষজন ভাল দেখেছিল সেই ভিডিয়ো, ভাল লাইক এসেছিল। একটি সাক্ষাৎকারে হিমাংশি জানিয়েছিলেন যে ইউটিউবের অ্যাডসেন্স থেকে হিমাংশি কমবেয়াশি ৬২০০ টাকা প্রথম আয় করেছিলেন। সেই সময়ে এই পরিমাণ টাকাই তাঁর কাছে অনেক বড় ছিল।
ভারতের বৃহত্তম চ্যানেল এই 'লেটস লার্ন'
১৯৯৭ সালের ১০ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন হিমাংশি সিং। দিল্লির নন্দনাগরীতে বড় হয়ে উঠেছেন তিনি। তাঁর বাবা টিজিটি গণিত শিক্ষক ছিলেন এবং তারপরে একটি সরকারি স্কুলে সেক্রেটারি হিসেবে দায়িত্বপালন করতেন। তাঁর এক দিদি ও এক ভাই রয়েছে। উত্তরপ্রদেশের বুলন্দেশ্বর গ্রামে তাঁর মামার বাড়িতেই হিমাংশির শৈশব কেটেছে। এখন হিমাংশি সিংয়ের 'লেটস লার্ন' চ্যানেলটি ভারতের বৃহত্তম চ্যানেল হয়ে উঠেছে যেখানে সিটেট, টেট, ডিএসএসএসবি, কেভিএস, এনভিএস ইত্যাদি পরীক্ষার প্রস্তুতি করানো হয়। মাসে এখন লক্ষ লক্ষ টাকা উপার্জন করেন হিমাংশি সিং।
আরও পড়ুন: IAS Coaching Centre: বিজ্ঞাপনে 'বিভ্রান্তি' ছড়ানোর অভিযোগ, ৩ লাখের জরিমানা এই ইউপিএসসি কোচিংকে
Education Loan Information:
Calculate Education Loan EMI