UP Exam Cancelled: প্রশ্নপত্র ফাঁসে হঠাৎ বাতিল গোটা নিয়োগ পরীক্ষা ! ঠিক কী হয়েছিল
UP Police Constable Exam: ফেব্রুয়ারি মাসের ১৭ ও ১৮ তারিখে আয়োজিত হওয়ার কথা ছিল সিভিল পুলিশ নিয়োগের পরীক্ষা। সেই পরীক্ষাই বাতিল হল যোগী আদিত্যনাথের নির্দেশে। কিন্তু কেন ? কী ঘটেছিল ?
UP Police Constable Recruitment: ফেব্রুয়ারি মাসের ১৭-১৮ তারিখে ছিল পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষা। পশ্চিমবঙ্গে নয়, উত্তরপ্রদেশে। আর সেই পরীক্ষার আগেই ফাঁস হয়ে যায় প্রশ্নপত্র। গত শনিবারই সেই পরীক্ষা বাতিল হয়ে যায়, বলা ভাল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে বাতিল হয় পরীক্ষা। জানা গিয়েছে আগামী ৬ মাসের মধ্যে আবার হবে এই পরীক্ষা (UP Police Constable Recruitment)। তবে তারিখ এখনও জানা যায়নি।
ঘটনা কী ঘটেছিল
ফেব্রুয়ারি মাসের ১৭ ও ১৮ তারিখে আয়োজিত হওয়ার কথা ছিল সিভিল পুলিশ নিয়োগের পরীক্ষা। দুটি শিফটে হবার কথা ছিল এই পরীক্ষা যেখানে ৪৮ লাখেরও বেশি পরীক্ষার্থী আবেদন করেছিলেন এবং ৪৩ লক্ষ পরীক্ষার্থীর পরীক্ষা দেবার কথা ছিল। কিন্তু জানা যায় পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে। সমাজমাধ্যমে এমন দাবি ওঠে যে ৫০ হাজার টাকা এবং ২ লাখ টাকার বিনিময়ে এই প্রশ্ন পাওয়া যাচ্ছে। সমাজমাধ্যমে অনেকেই দাবি করেন যে পরীক্ষার ৮-১২ ঘণ্টা আগেই সেই প্রশ্নপত্র অনেক পরীক্ষার্থীর কাছে চলে এসেছিল। আর তারপরই উত্তরপ্রদেশ পুলিশ রিক্রুটমেন্ট ও প্রোমোশন বোর্ড সোমবার এই বিষয়ে একটি আভ্যন্তরীণ কমিটি গঠন করে তদন্ত শুরু করে। বর্তমানে এ ব্যাপারে তদন্ত করছে স্পেশাল টাস্ক ফোর্স। এ ব্যাপারে গত তিন দিনে ২৪৪ জনকে গ্রেফতারও করেছে উত্তরপ্রদেশ পুলিশ।
কী লিখেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক্স হ্যান্ডলে লেখেন, 'রিজার্ভ সিভিল পুলিশ পদে নিয়োগের জন্য ২০২৪-এর পরীক্ষাটি বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৬ মাসের মধ্যেই আবার এই পরীক্ষাটি আয়োজিত হবে।' মুখ্যমন্ত্রীর কথায় পরীক্ষাকে কেন্দ্র করে কোনও রকম কলঙ্কজনক ঘটনা ঘটানো যাবে না। আর এরকম ঘটনার সঙ্গে আপোস করা হবে না। যারা যুবকদের কঠোর পরিশ্রমকে নিয়ে ছেলেখেলা করেন, তাঁদের কোনও মর্মেই ছেড়ে কথা বলা হবে না। অনৈতিক এই আচরণের জন্য সবথেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এও জানান তিনি, পুনর্বার যে পরীক্ষার (UP Police Constable Recruitment) আয়োজন করা হবে সেখানে উত্তরপ্রদেশ স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের পক্ষ থেকে বিনামূল্যে নিরাপদে সকল পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়া হবে।
এরই মাঝে শুক্রবার লক্ষ্ণৌয়ের ইকো গার্ডেনে হাজার হাজার পরীক্ষার্থী জমায়েত হয়ে আরও একবার পরীক্ষা নেবার দাবিতে সরব হয়ে ওঠেন।
Education Loan Information:
Calculate Education Loan EMI