UPSC CAPF Recruitment 2024: কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে অ্যাসিসট্যান্ট কম্যান্ড্যান্ট পদে নিয়োগের পরীক্ষা কবে? দিন ঘোষণ করল ইউপিএসসি
Jobs And Recruitments: সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের আওতায় অ্যাসিসট্যান্ট কম্যান্ড্যান্ট পদে নিয়োগের জন্য মোট ৫০৬টি শূন্যপদ রয়েছে। মহিলা এবং পুরুষ, উভয় প্রার্থীই এই পদে নিযুক্ত হতে পারবেন।
UPSC CAPF Recruitment 2024: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) সম্প্রতি অ্যাসিসট্যান্ট কম্যান্ড্যান্ট (Assistant Commandant) পদে নিয়োগের জন্য পরীক্ষার (Recruitment Examination) দিনক্ষণ ঘোষণা করেছে। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (Central Armed Police Force) আওতায় রয়েছে এই অ্যাসিসট্যান্ট কম্যান্ডান্ট পদ। আগামী ৪ অগস্ট, ২০২৪- এ পরীক্ষা হবে বলে জানিয়েছে ইউপিএসসি (Union Public Service Commission) কর্তৃপক্ষ। ইউপিএসসি সিএপিএফ ২০২৪ পরীক্ষার (UPSC CAPF 2024 Examination) যাবতীয় খুঁটিনাটি পাওয়া যাবে upsc.gov.in- এই অফিশিয়াল ওয়েবসাইটে।
কবে, কখন হবে পরীক্ষা, দেখে নিন সবিস্তারে
জানা গিয়েছে, ৪ অগস্ট দু'টি পর্যায়ে পরীক্ষা হবে। প্রথম পর্যায়ে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে পরীক্ষা। আর দ্বিতীয় পর্যায়ে দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে পরীক্ষা। প্রথম পর্যায়ের পরীক্ষায় আবেদনকারীদের দিতে হবে পেপার ১- এর (code number 1) পরীক্ষা। এই পরীক্ষায় জেনারেল এবিলিটি এবং ইন্টেলিজেন্সের বিষয়ে পরীক্ষা দিতে হবে আবেদনকারীদের। আর দ্বিতীয় পর্যায়ে থাকবে পেপার ২- (code number 2)- এর পরীক্ষা। সেখানে জেনারেল স্টাডিজ, এসে এবং কম্প্রিহেনশনের পরীক্ষা দিতে হবে।
কোথায় কত শূন্যপদ রয়েছে দেখে নিন একনজরে
সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের আওতায় অ্যাসিসট্যান্ট কম্যান্ড্যান্ট পদে নিয়োগের জন্য মোট ৫০৬টি শূন্যপদ রয়েছে।
বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ- ১৮৬টি শূন্যপদ
সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ- ১২০টি শূন্যপদ
সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ- ১০০টি শূন্যপদ
ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ বা আইটিবিপি- ৫৮টি শূন্যপদ
সশস্ত্র সীমা বল বা এসএসবি- ৪২টি শূন্যপদ
মহিলা এবং পুরুষ, উভয় প্রার্থীই অ্যাসিসট্যান্ট কম্যান্ড্যান্ট পদে নিযুক্ত হতে পারবেন। প্রার্থীদের বয়স ২০ বছরের বেশি এবং ২৫ বছরের কম হতে হবে। আর অনুমোদিত বা স্বীকৃতি প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পেতে হবে আবেদনকারীদের। পরীক্ষার তারিখ প্রকাশ হয়ে গিয়েছে। এবার অ্যাডমিট কার্ড প্রকাশ করবে ইউপিএসসি কর্তৃপক্ষ। upsc.gov.in- ইউপিএসসি-র অফিশিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড পাওয়া যাবে। সেখানে পরীক্ষাকেন্দ্র এবং পরীক্ষা সম্পর্কিত গাইডলাইন পাবেন প্রার্থীরা।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
আরও পড়ুন- আধার দফতরে আবারও নিয়োগ, সর্বোচ্চ দেড় লাখ টাকার বেতন- কোন পদে ? কারা যোগ্য ?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Education Loan Information:
Calculate Education Loan EMI