UPSC CSE Toppers List 2024: UPSC-র সিভিল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফলাফল জারি, উত্তীর্ণ ১০০৯ জন প্রার্থী; সেরা দশে কারা ?
UPSC CSE 2024: ২০২৪ সালের ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ পেয়েছে। এই পরীক্ষায় এই বছর বিভিন্ন বিভাগে উত্তীর্ণ হয়েছেন ১০০৯ জন প্রার্থী।

UPSC CSE Results 2024: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে ২০২৪ সালের সিভিল সার্ভিস পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই চূড়ান্ত ফলাফল দেখতে পারবেন প্রার্থীরা। এই পরীক্ষায় এই বছর বিভিন্ন বিভাগে উত্তীর্ণ হয়েছেন ১০০৯ জন প্রার্থী।
দেশের মধ্যে প্রথম শক্তি দুবে এবং দ্বিতীয় স্থানে হর্ষিতা গোয়েল
২০২৪ সালের ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ পেয়েছে। এই বছর দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন শক্তি দুবে এবং দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছেন হর্ষিতা গোয়েল। শক্তির রোল নম্বর ০২৪০৭৮২। কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার মাধ্যমে যে সমস্ত লড়াই জেতা সম্ভব তা আরও একবার প্রমাণ করে দিয়েছেন শক্তি দুবে।
প্রথম দশের মধ্যে রয়েছেন কারা কারা
প্রথম স্থানে রয়েছেন শক্তি দুবে
দেশের মধ্যে দ্বিতীয় হয়েছেন হর্ষিতা গোয়েল
তৃতীয় স্থানাধিকারী ডোংরে অর্চিত পরাগ
চতুর্থ হয়েছেন শাহ মার্গী চিরাগ
পঞ্চম স্থানে আছেন আকাশ গর্গ
ষষ্ঠ স্থানে আছেন কোমল পুনিয়া
সপ্তম হয়েছেন সারা দেশে আয়ুষী বনসল
অষ্টম স্থানাধিকারী রাজকৃষ্ণ ঝা
নবম স্থানাধিকারী আদিত্য বিক্রম আগরওয়াল
দশম স্থানে আছেন মায়াঙ্ক ত্রিপাঠী
IAS পদে ১৮০ জন
এই বছর অর্থাৎ ২০২৪-এর ব্যাচের জন্য আইএএস হিসেবে পদে নিয়োগ করা হবে ১৮০ জন প্রার্থীকে। এটিই সিভিল সার্ভিসের সবথেকে মর্যাদাপূর্ণ পদ হিসেবে গণ্য করা হয়। এর মধ্যে ৭৩টি পদ রয়েছে অসংরক্ষিতদের জন্য, ২৪টি রয়েছে এসসি ও ১৩টি রয়েছে এসটি সম্প্রদায়ের জন্য, ৫২টি পদ ওবিসি এবং ১৮টি পদ ইডব্লিউএস প্রার্থীদের জন্য।
আর একইসঙ্গে এই বছর আইপিএসের জন্য পদ ঘোষণা হয়েছে ১৫০টি। এর মধ্যে ৬০টি পদ অসংরক্ষিতের জন্য, ২৩টি এসসি, ১০টি পদ এসটি, ৪২টি পদ ওবিসি, ১৫টি পদ ইডব্লিউএস প্রার্থীদের জন্য সংরক্ষিত হয়েছে।
আইএফএসে রয়েছে ৫৫টি পদ
ভারতের পররাষ্ট্রনীতি এবং কূটনীতি সম্পর্কিত আইএফএস পদের জন্যও এই বছর ৫৫ জনকে নেওয়া হবে। এর মধ্যে অসংরক্ষিত প্রার্থী আছেন ২৩ জন, এসসি ৯ জন, এসটি ৫ জন, ওবিসি ১৩ জন এবং ইডব্লিউএস প্রার্থী আছেন ৫ জন।
২০২৪ সালের ১৬ জুন আয়োজিত হয়েছিল ইউপিএসসির সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা আর এরপরে ২০ সেপ্টেম্বর এবং ২৯ সেপ্টেম্বর তারিখে আয়োজিত হয়েছিল সিভিল সার্ভিসের মেনস পরীক্ষা। চূড়ান্ত ধাপে এই বছর ২০২৫ সালে ৭ জানুয়ারি থেকে ১৭ এপ্রিল পর্যন্ত চলেছিল ইন্টারভিউ আর এই তিন ধাপের পরেই চূড়ান্ত ফলাফল প্রকাশ পায়।
সম্পূর্ণ তালিকা দেখুন এখানে
Education Loan Information:
Calculate Education Loan EMI























