Success Story: ব্যাঙ্কে চাকরি সামলে প্রস্তুতি, RBI লাইব্রেরিতে লাঞ্চ ব্রেকে পড়াশোনাতেই UPSC জয়; IAS সৃষ্টির সাফল্য অনুপ্রাণিত করবে
IAS Srishti Dabas: ১৯৯৮ সালের ১৩ অক্টোবর দিল্লিতে জন্ম হয় সৃষ্টি দাবাসের। দিল্লির গঙ্গা ইন্টারন্যাশনাল স্কুলেই পড়াশোনা করেছেন তিনি। ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন সৃষ্টি।

IAS Srishti Dabas: ২০২৩ সালে ইউপিএসসি পরীক্ষায় সারা দেশের মধ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছিলেন তিনি। ব্যাঙ্কে চাকরি সামলে প্রস্তুতি নিয়েছেন, লাইব্রেরিতে গিয়ে (Success Story) লাঞ্চ ব্রেকে পড়াশোনা করেছেন। আর এই কঠিন শ্রম (UPSC Exam) এবং নিষ্ঠাতেই আজ সফল আইএএস সৃষ্টি দাবাস। তার সাফল্য অনুপ্রাণিত করবে আরও অনেক উৎসাহীদের।
ব্যাঙ্কে চাকরি করতেন সৃষ্টি
১৯৯৮ সালের ১৩ অক্টোবর দিল্লিতে জন্ম হয় সৃষ্টি দাবাসের। দিল্লির গঙ্গা ইন্টারন্যাশনাল (UPSC Exam) স্কুলেই পড়াশোনা করেছেন তিনি। ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন সৃষ্টি। সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষায় তিনি ৯৬.৩৩ শতাংশ নম্বর পান এবং ২০১৬ সালে দ্বাদশ উত্তীর্ণ হন তিনি। এরপরে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে ইন্দ্রপ্রস্থ কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে বিএ ডিগ্রি অর্জন করেন সৃষ্টি দাবাস। তারপর IGNOU থেকে স্নাতকোত্তর পড়া শেষ করেন তিনি।
চাকরি সামলে চলত প্রস্তুতি
সৃষ্টি দাবাসের (IAS Srishti Dabas) প্রস্তুতির দিনগুলি মোটেও সহজ ছিল না। ইউপিএসসির জন্য প্রস্তুতি নেওয়া সময় তিনি রিজার্ভ ব্যাঙ্কের গ্রেড ২ এইচ আর কর্মী হিসেবে কাজ করছিলেন। সারা দিন কাজ করে রাত্রে বাড়ি ফিরে চলত পড়াশোনা। এর আগে সৃষ্টি মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপাওয়ারমেন্ট দফতরেও কাজ করেছেন। ইউপিএসসি পরীক্ষার লিখিত অংশে তিনি ৮৬২ নম্বর পান এবং ইন্টারভিউতে (Success Story) পান ১৮৬ নম্বর। কোনও কোচিং ছাড়াই ইউপিএসসিতে উত্তীর্ণ হয়েছেন সৃষ্টি দাবাস।
কীভাবে সময় বের করতেন
একটি সাক্ষাৎকারে সৃষ্টি দাবাস বলেছেন যে, চাকরি সামলে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়া খুব একটা সহজ কাজ ছিল না। রিজার্ভ ব্যাঙ্কের লাইব্রেরিতে গিয়ে রোজ লাঞ্চ ব্রেকে খানিক পড়ে নিতেন তিনি। সঠিক স্ট্রাটেজি, নিয়মিত পরিশ্রম, নিষ্ঠা অধ্যবসায় থাকলে তবেই এই পরীক্ষায় পাশ করা সম্ভব। সমস্ত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন যে শুধুমাত্র কোচিংয়ের নোটসের উপরে নির্ভরশীল হলে চলবে না। বিভিন্ন বইপত্র পড়তে হবে, দিনে ৪টে করে সংবাদপত্র পড়তে হবে পরীক্ষার কয়েক মাস আগে থেকে।
সৃষ্টি নিজে একজন কত্থক নৃত্যশিল্পীও
পড়াশোনা ছাড়াও সৃষ্টি দাবাস নিজে একজন দক্ষ কত্থক নৃত্যশিল্পীও। সমাজমাধ্যমে তার বেশ খ্যাতি রয়েছে।
আরও পড়ুন: Multibagger Stock: ৬ টাকার স্টক এক বছরেই হল ১২৯ টাকা ! ১ লাখ রাখলে পেতেন ২১ লাখ
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
