West Bengal Job : রাজ্যে কৃষি বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, কারা করতে পারবেন আবেদন ?
West Bengal Agriculture Department Job: রাজ্যের কৃষি বিভাগে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ডেটা এন্ট্রি অপারেটর, টেকনিক্যাল এক্সপার্ট ছাড়াও আরও পদে হবে নিয়োগ।
West Bengal Agriculture Department Job: রাজ্যের কৃষি বিভাগে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ডেটা এন্ট্রি অপারেটর, টেকনিক্যাল এক্সপার্ট ছাড়াও আরও পদে হবে নিয়োগ। নির্দিষ্ট যোগ্যতা থাকলে তবেই এই পদগুলির জন্য আবেদন করা যাবে। নিচে জেনে নিন বিস্তারিত।
Jobs In West Bengal: কত তারিখের মধ্য়ে করতে হবে আবেদন ?
পশ্চিমবঙ্গ কৃষি বিভাগে ডেটা এন্ট্রি অপারেটর, প্রযুক্তি বিশেষজ্ঞ, ডব্লিউডিটি ও অন্যান্য পদে সরাসরি নিয়োগের জন্য অনলাইনে আবেদন করতে বলা হয়েছে । আগ্রহীদের ৩০ মার্চ বা তার আগে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সংশ্লিষ্ট কাগজপত্র সহ তাদের আবেদনপত্র জমা দিতে হবে।
WBSWDA Recruitment 2023: কিছু গুরুত্বপূর্ণ তথ্য়
নিয়োগকারী সংস্থার নাম : WBSWDA
সরকারি ওয়েবসাইটের নাম: https://purulia.gov.in/
মোট কতগুলি পদ নিয়োগ : 13
কোন পদগুলিতে নিয়োগ : Data Entry Operator, Technical Expert, WDT, And Others Post
আবেদনের শেষ তারিখ: 30-03-2023
West Bengal Job : শিক্ষাগত যোগ্যতা, বেতন, ও বয়সসীমা
টেকনিক্যাল এক্সপার্ট : যোগ্যতা: কৃষি/হর্টিকালচার/পশুপালন/ফরেস্ট্রি স্নাতক উত্তীর্ণ ডিগ্রি প্রয়োজন।
বয়স:- ৬৫ বছর।
বেতন:- ২৫ হাজার টাকা
ডেটা এন্ট্রি অপারেটর: যোগ্যতা- কম্পিউটার অ্যাপ্লিকেশন সম্পর্কে জ্ঞান থাকা স্নাতক, কম্পিউটার সফ্টওয়্যারে ওয়েব-ভিত্তিক অ্যাপ্লিকেশন জানা আবেদনকারী প্রয়োজন।
বয়স:- ৬৫ বছর
বেতন:- ৭৫০০ টাকা
WDT (ইঞ্জিনিয়ারিং):- সিভিল ইঞ্জিনিয়ারিং/এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং/হাইড্রোলজি ইত্যাদি ডিগ্রি অথবা তিন বছরের মেয়াদ সহ সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা।
বয়স:- ৬৫ বছর
বেতন:- ১০ হাজার টাকা
WDT (লাইভলিহুড):- কৃষি / ফরেস্ট্রি / উদ্ভিদ বিজ্ঞান / প্রাণী বিজ্ঞানে স্নাতক।
বয়স:- 65 বছর।
বেতন:- ১০ হাজার টাকা
WDT (সমাজ কল্যাণ):- পল্লী উন্নয়ন / সমাজকল্যাণ / সামাজিক বিজ্ঞান কৃষি অর্থনীতিতে ডিগ্রি।
বয়স:- ৬৫ বছর
বেতন:- ১০ হাজার টাকা
WDT (মাইক্রো এন্টারপ্রাইজ):- বাণিজ্য/অর্থনীতি/গ্রামীণ ব্যবস্থাপনায় স্নাতক।
বয়স:- ৬৫ বছর
বেতন:- ১০ হাজার টাকা।
IAF Agniveer Vayu 2023 Registration: ভারতীয় বায়ুসেনায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইতিমধ্যেই অগ্নিবীর বায়ুর প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র চেয়েছে কর্তৃপক্ষ। এই পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইলে প্রার্থীরা অফিসিয়াল সাইট agnipathvayu.cdac-এ গিয়ে আবেদন করতে পারবেন। এই নিয়োগ পরীক্ষার জন্য আবেদন করার শেষ তারিখ ৩১ মার্চ ২০২৩ রাখা হয়েছে৷
Jobs IAF Agniveer: কবে হবে পরীক্ষা ?
অগ্নিবীর বায়ু নিয়োগের পরীক্ষা ২০ মে অনুষ্ঠিত হবে৷ পরীক্ষার জন্য অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া ৩১ মার্চ ২০২৩ তারিখে ৫ টায় বন্ধ হবে৷ এই পরীক্ষার জন্য আবেদনকারী প্রার্থীদের জন্ম ২৬ জুন ২০০৬ থেকে ২৬ ডিসেম্বর ২০০২-এর মধ্যে হতে হবে৷ প্রার্থীদের অনলাইন আবেদনে আধার নম্বর লিখতে হবে৷ পরীক্ষায় আবেদনকারী প্রার্থীদের অবিবাহিত হতে হবে।
IAF Agniveer Vayu 2023: শিক্ষাগত যোগ্যতা
এই নিয়োগ পরীক্ষায় আবেদনকারী প্রার্থীদের অবশ্যই দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। প্রার্থীরা দ্বাদশ শ্রেণিতে আর্টস,কমার্স পড়ার সময় অঙ্ক, পদার্থবিদ্যা ও ইংরেজি বিষয় থাকতে হবে। আবেদনকারীদের অবশ্যই ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। এছাড়াও ৩ বছরের মেয়াদি ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাধারী ও ২ বছর মেয়াদি ভোকেশনাল কোর্স উত্তীর্ণরা এই পদে আবেদন করতে পারবেন।
Education Loan Information:
Calculate Education Loan EMI