WB Police Constable 2021: রাজ্য পুলিশের কনস্টেবল পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত, কীভাবে ডাউনলোড করবেন নথি ?
রাজ্য পুলিশের অফিশিয়াল ওয়েবসাইট wbpolice.gov.in-এ ঢুকে হল টিকিট নিতে হবে পরীক্ষার্থীদের।সোমবার এই অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড(WBPRB)।
![WB Police Constable 2021: রাজ্য পুলিশের কনস্টেবল পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত, কীভাবে ডাউনলোড করবেন নথি ? WB Police Constable 2021: West Bengal Police admit card Released for Constable prelims exam, know in details WB Police Constable 2021: রাজ্য পুলিশের কনস্টেবল পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত, কীভাবে ডাউনলোড করবেন নথি ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/21/cd24ea6e321a94d1876dd5e33e8e8a80_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের প্রিলিম পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে। রাজ্য পুলিশের অফিশিয়াল ওয়েবসাইট wbpolice.gov.in-এ ঢুকে হল টিকিট নিতে হবে পরীক্ষার্থীদের।সোমবার এই অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড(WBPRB)।
কীভাবে সংগ্রহ করবেন e-Admit Card?
অ্যাডমিট কার্ড হাতে-হাতে নয়, দেওয়া হবে ভার্চুয়ালি। আপনাকে ঢুকতে হবে রাজ্য পুলিশের ওয়েবসাইট www.wbpolice.gov.in -এ। আজ ৬ সেপ্টেম্বর থেকে ডাউনলোড করতে পারবেন অ্যাডমিট কার্ড।
১ প্রথমে রাজ্য পুলিশের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে চাকরিপ্রার্থীকে।
২ হোমপেজে এবার ক্লিক করুন‘Download e-Admit Cards for WB Police’-এ।
৩ এখানে অনগোয়িং রিক্রুটমেন্টের মধ্যে Constable/ Lady link -এ ক্লিক করতে হবে চাকরিপ্রার্থীকে।
৪ এবার সিরিয়াল নম্বর ও ডেট অফ বার্থ লাগবে ই-অ্যাডমিট কার্ড পেতে।
৫ পরবর্তী ধাপে স্ক্রিনে অ্যাডমিট কার্ড দেখতে পাবেন পরীক্ষার্থী।
৬ শেষে কপি ডাউনলোড করে একটা প্রিন্টআউট নিয়ে নিন।
আবেদনকারীদের পরীক্ষা হলে ই-অ্যাডমিট কার্ডের ( e-Admit Card) প্রিন্ট আউট দেখাতে হবে। সঙ্গে রাখতে হবে সঠিক পরিচয় পত্র। কোনও পেপার অ্যাডমিট কার্ড পাবেন না চাকরিপ্রার্থী। পুরোটাই হবে ভার্চুয়াল। আপনাকে ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে। আগামী ২৬ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত হবে এই পরীক্ষা।
কোন কোন জুতো পরবেন না ?
- স্পোর্টস শুজ
- হাই হিল জুতো
- স্নিকার্স
- এই জাতীয় জুতো পরবেন না । পরে এলে পরীক্ষা হলে ঢুকতে দেওয়া হবে না।
-সাধারণ ফ্ল্যাট জুতো পরুন, কোনও ধাতব জিনিস ছাড়া।
অ্যাডমিট কার্ড ভালো করে পড়ুন
ভালো করে অ্যাডমিট কার্ড পড়ে পরীক্ষা দিতে আসুন। নজর রাখুন বিধি নিয়মে।
পরীক্ষা হলে নিয়ে যাওয়া যাবে না
পরীক্ষা হলে নিয়ে যাওয়া যাবে না কোনওরকম মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্ক্যানার, ডিজিটাল হাতঘড়ি। অন্যান্য এমন কোনও জিনিসও পরীক্ষা হলে নিয়ে যাওয়া যাবে না যা দিয়ে হলে নকল করা যায়। পরীক্ষা হলে নিয়মের বাইরে কোনও কাজ করলে বাতিল হতে পারে আবেদনকারীর পরীক্ষা।
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)