TET 2023 : রবিবার প্রাইমারি TET, কোনও দরকারে ফোন করবেন কোথায় ? কোন নম্বরে
TET : ২৪ ডিসেম্বর রবিবার দুপুর ১২টা থেকে ২ টো ৩০ মিনিট পর্যন্ত হবে পরীক্ষা। প্রশ্নমান ১৫০ নম্বর।
কলকাতা : পরীক্ষার্থীরা ইতিমধ্যেই জানেন আগামী রবিবার (২৪.১২.২০২৩) প্রাইমারি টেট অনুষ্ঠিত হতে চলেছে। গোটা রাজ্য জুড়ে বোর্ড নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্রে হাজির হয়ে টেট দেবেন লক্ষাধিক পরীক্ষার্থী। ১৫ ডিসেম্বর থেকে ডাউনলোড করা যাচ্ছে অ্যাডমিট কার্ড। যাঁরা এখনও ডাউনলোড করেননি, দেখে নিন পদ্ধতি।
কীভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড
- প্রথমে https://www.wbbprimaryeducation.org/- তে যেতে হবে।
- লিঙ্কে ক্লিক করার পর "ONLINE APPLICATION FOR TEACHER ELIGIBILITY TEST-2023 (TET-2023) (Primary)"- তে ক্লিক করতে হবে।
- তারপর ক্লিক করতে হবে "প্রিন্ট/ডাউনলোড অ্যাডমিট কার্ড "- এই বিকল্পটিতে।
- এরপর দিতে হবে আপনার রেজিস্ট্রেশন নম্বর (২০২৩ TET আবেদনের সময় যেটি পেয়েছিলেন) এবং জন্মতারিখ (TET আবেদনপত্রে যেটি উল্লেখ করা রয়েছে)
- উল্লেখিত তথ্যাদি দেওয়ার পর অ্যাডমিট কার্ড প্রিভিউ স্ক্রিনটি দেখতে পাওয়া যাবে। এবং আপনি কার্ডটি প্রয়োজনমত ডাউনলোড ও প্রিন্ট করে নিতে পারবেন।
২৪ ডিসেম্বর রবিবার দুপুর ১২টা থেকে ২ টো ৩০ মিনিট পর্যন্ত চলবে পরীক্ষা। পরীক্ষার জন্য হেল্পলাইন নম্বরও চালু করেছে পর্ষদ। একনজরে দেখে নেওয়া যাক জেলাভিত্তিক হেল্পলাইন নম্বরগুলি।
পরীক্ষার্থী ও পরীক্ষকদের জন্য পর্ষদ প্রদত্ত হেল্পলাইন নম্বর
ক্রমাঙ্ক | জেলার নাম | নম্বর |
১ | আলিপুরদুয়ার | ০৩৫৬৪-৪৬৯৭৭৩ |
২ | বাঁকুড়া | ৯৯৩২৯৬৭৭৪৭ |
৩ | পূর্ব বর্ধমান | ৯৪৭৪১৭৩০০৭/৯৪৭৪১৭৩১৪৪ |
৪ | পশ্চিম বর্ধমান | ৯৪৩৪৩২৩৮৩৯ |
৫ | বীরভূম | ৯৯৩৩৪৮৫৪০৫ |
৬ | কোচবিহার | ০৩৫৮২-২২২৪৪২ |
৭ | দক্ষিণ দিনাজপুর | ৭০০১৩০১০৭৭ |
৮ | হুগলি | ৭০৩৩৯০৮৪২০ |
৯ | হাওড়া | ৮৯২৬৩৩০৭৩০/৯৪৩৪৫১০২৭৯ |
১০ | জলপাইগুড়ি | ৮১০১২৪৯৮৬৯ |
১১ | ঝাড়গ্রাম | ০৩২২১-২৯১০১৬/৮১০১৭৪৫৪৩৭ |
১২ | কলকাতা | ৬২৯১১৫২৪৭৮ |
১৩ | মালদা | ০৩৫১২-২২১১২৩ |
১৪ | মুর্শিদাবাদ | ৯৯৩২০৫৪৬০৮ |
১৫ | নদিয়া | ৯২৩২৭৬১৫৬৮ |
১৬ | উত্তর ২৪ পরগনা | ৭৯৮০৪৬৫৬৬৪ / ৯০৯৩১১৮৯০৬ / ৯৮৭৪১১১৫৬৪ |
১৭ | পশ্চিম মেদিনীপুর | ৯৫৪৭৫৭৩৭৩৬ |
১৮ | পূর্ব মেদিনীপুর | ৯৪৭৫২২৪৯২৭ / ৭৩১৯২৯০২৬৩ |
১৯ |
পুরুলিয়া |
৭৫৪৭৯৯৪৯৪৯ |
২০ |
শিলিগুড়ি |
৯৮০০৫৮৩৩০৭ / ৭৯০৮৪০৯১০০ |
২১ |
দক্ষিণ ২৪ পরগনা |
৯৪৩৩২৬৬৮৮৭/৯৪৭৪১৫৯৪৫৬ |
২২ |
উত্তর দিনাজপুর |
১৮০০-৩৪৫-৩৩৬৭ / ০৩৫২৩-২৪৬১৫৩ |
এর আগে দশই ডিসেম্বর হওয়ার কথা ছিল TET । তবে গত ৪ ডিসেম্বর এক বিজ্ঞপ্তি জারি করে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়, ওই তারিখের পরিবর্তন করা হচ্ছে। পরিবর্তিত পরীক্ষা সূচির দিন ধার্য করা হয়েছে ২৪ ডিসেম্বর। তবে একই থাকছে পরীক্ষার সময়। পরীক্ষার অন্যান্য শর্তাবলী একই থাকছে।
TET হবে ১৫০ নম্বরের। প্রশ্ন থাকবে ১৫০টি। প্রতি প্রশ্নের মান ১। প্রশ্ন হবে MCQ ধাঁচে। কোনও নেগেটিভ মার্কিং থাকবে না।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Education Loan Information:
Calculate Education Loan EMI