WBCS Prelims 2023 Date: WBCS প্রিলিমসের তারিখ ঘোষণা
WBCS Prelims 2023 কমিশনের সংশ্লিষ্ট ওয়েবসাইটে তা আপলোড করে দেওয়া হবে। অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে তা জানতে চোখ রাখতে হবে কমিশনের wbpsc.gov.in ওয়েবসাইটে।
কলকাতা: WBCS প্রিলিমসের তারিখ ঘোষণা। চলতি বছরেই এই পরীক্ষা নেওয়া হবে। বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে পাবলিক সার্ভিস কমিশন। পরীক্ষার্থীদের দেওয়া হবে ই-অ্য়াডমিট কার্ড। কমিশনের সংশ্লিষ্ট ওয়েবসাইটে তা আপলোড করে দেওয়া হবে। অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে তা জানতে চোখ রাখতে হবে কমিশনের wbpsc.gov.in ওয়েবসাইটে।
কবে হবে এই পরীক্ষা?
চলতি অগাস্টে প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (West Bengal Public Service Commission) (WBPSC) - এর প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট (WBCS Prelims Result 2022)। এরপর সেপ্টেম্বর মাসে হয় মেনস পরীক্ষাও। ২০২২ সালের পরীক্ষার সব প্রক্রিয়া শেষ হয়নি। এরই মধ্যে পরবর্তী প্রিলিমসের দিনক্ষণ ঘোষণা করল কমিশন। জানিয়ে দেওয়া হল বছরের শেষেই নেওয়া হবে এই পরীক্ষা। ১৬ ডিসেম্বর শনিবার এই পরীক্ষা নেবে পাবলিক সার্ভিস কমিশন। প্রিলিমসের ফলের পর মেনসের তারিখ ঘোষণা করা হবে। পরীক্ষা সংক্রান্ত আরও তথ্যের জন্য চোখ রাখতে হবে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে।
WBPSC ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) আসন্ন ক্লার্কশিপ পরীক্ষা ২০২৩ সালের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে৷ আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা শুধুমাত্র পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (PSCWB) অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে এই বিষয়ে আবেদন করতে পারেন। মাধ্যমিক/ম্যাট্রিকুলেশন পাস বা সমতুল্য এবং কম্পিউটার অপারেশনে প্রাথমিক জ্ঞান। ইংরেজিতে প্রতি মিনিটে 20 (20) শব্দ বা বাংলায় প্রতি মিনিটে 10 (দশ) শব্দের গতিতে কম্পিউটারে টাইপ করার ক্ষমতা। প্রার্থীদের অবশ্যই বাংলায় পড়তে, লিখতে এবং কথা বলার ক্ষমতা থাকতে হবে (যাঁদের মাতৃভাষা নেপালি প্রার্থীদের ক্ষেত্রে প্রয়োজন নেই)। বয়স সীমা হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। পরীক্ষাটি পরপর দুটি ধাপে অনুষ্ঠিত হবে, যেমন, i) পার্ট-I (অবজেক্টিভ টাইপ) এবং (ii) পার্ট-II (কনভেনশনাল - লিখিত)। লিখিত পরীক্ষা থেকে যোগ্য প্রার্থীরা শুধুমাত্র কম্পিউটার অপারেশনের প্রাথমিক জ্ঞান এবং কম্পিউটারে টাইপ করার ক্ষমতার জন্য এগিয়ে যাবে। সরাসরি নিয়োগ পরীক্ষা কলকাতার বিভিন্ন কেন্দ্রে এবং পশ্চিমবঙ্গের কিছু অন্যান্য জেলায় অনুষ্ঠিত হবে। পরীক্ষা কেন্দ্রের তালিকার জন্য অফিসিয়াল বিজ্ঞাপন দেখে নিতে হবে।
আরও পড়ুন: Ration Scam: রেশন 'দুর্নীতি'তে ধৃত বাকিবুর রহমানের ১২দিনের ইডি হেফাজত
Education Loan Information:
Calculate Education Loan EMI