WBJEE 2022 রেসপন্স শিট প্রকাশিত, কীভাবে দেখতে হবে জানেন ?
WBJEE 2022: ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড OMR শিটের ছবি প্রকাশ করেছে। এই বিষয়ে আরও জানতে অফিশিয়াল ওয়েবসাইট দেখে নিন।
WBJEE 2022: ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড OMR শিটের ছবি প্রকাশ করেছে। যে ছাত্রছাত্রীরা WBJEE 2022 পরীক্ষা দিয়েছে, তারা WBJEE-এর অফিশিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in-এ তাদের OMR ও রেসপন্স দেখে নিতে পারবে।
WBJEE 2022: অফিশিয়াল সাইটেই পাবেন সবকিছু
“WBJEE 2022-এর প্রার্থীদের জন্য সব OMR শিটের ছবি ও মেশিন-রিড রেসপন্স পোর্টালে আপলোড করা হয়েছে। প্রার্থীরা মেশিনে বিষয়গুলি লগইন করে তাদের OMR ও রেসপন্স দেখতে পারেন অফিশিয়াল সাইটে।
WBJEE 2022: অসন্তোষ থাকলে এই দিনের মধ্যে জানান
কোনও প্রার্থী ক্যাপচার করা প্রতিক্রিয়া নিয়ে অসন্তুষ্ট হলে 28 মে (11:59 p.m.) এর মধ্যে তা পর্যালোচনার জন্য অনুরোধ করতে পারেন। মনে রাখতে হবে প্রার্থীদের একটি সিঙ্গল সেশনের মধ্যে অসন্তোষ দায়ের করতে হবে। প্রার্থীকে ইন্টারনেট ব্যাঙ্কিং ব্যবহার করে প্রতিটি উত্তরের 500 টাকার একটি প্রক্রিয়াকরণ ফি দিতে হবে এর জন্য। আবেদনকারীকে মনে রাখতে হবে, এই ফি আর পাবেন না প্রার্থী।
WBJEE 2022: কোথায় করবেন যোগাযোগ ?
WBJEEB আবেদনকারীদের প্রশ্নপত্রের পাশাপাশি সিরিজ কোডও প্রকাশ করেছে। যদি কোনও আবেদনকারী প্রদত্ত তথ্যের বিষয়ে অসন্তুষ্ট হন, তাহলে প্রদত্ত সময়ের মধ্যে তাদের wbjeeb@gmail.com এর সঙ্গে যোগাযোগ করতে হবে। মনে রাখবেন, অফিশিয়াল সাইটেই সবকিছু পেয়ে যাবেন আপনি। এরজন্য আলাদা তথ্যের দরকার পড়বে না আপনার।
WBJEE 2022: কীভাবে WBJEE 2022 রেসপন্স শিট দেখবেন ?
1 প্রথমে wbjeeb.nic.in-এ অফিশিয়াল পরীক্ষার ওয়েবসাইটে যান।
2 এবার এখানে হোমপেজে, 'লগইন' অপশনে ক্লিক করুন।
3 এখানে আপনার সংশ্লিষ্ট নথি বা ক্রেডেন্সিয়াল জমা দিন।
4 এই পর্বে এসে আপনাকে সাবমিট বোতামে ক্লিক করতে হবে।
5 শেষে আবেদনকারীরা স্ক্রিনে রেসপন্স শিট দেখতে পারবেন।
আরও পড়ুন: 7th Pay Commission: ডিএ নিয়ে বড় খবর! ১ জুলাই থেকে বাড়তে পারে কর্মীদের বেতন
Education Loan Information:
Calculate Education Loan EMI