WBJEE: রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ওএমআর শিট প্রকাশ্যে, কীভাবে দেখবেন ? রেসপন্সে ভুল থাকলে কী করবেন ?
WBJEEB 2024 OMR: এমনকী শুধু তাই নয়, যে সমস্ত পরীক্ষার্থীর মনে হবে যে উত্তর এখানে রেকর্ডেড আছে তা সঠিক নয়, তাহলে তাঁরা ৫০০ টাকা আবেদন ফি জমা করে নির্দিষ্ট উত্তরের জন্য চ্যালেঞ্জ জানাতে পারেন।
WBJEEB OMR Sheet: গত মাসে অর্থাৎ এপ্রিলের শেষ দিকে হয়েছিল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। আর তাঁর ঠিক এক সপ্তাহের মধ্যেই প্রকাশ পেল এই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ওএমআর শিট এবং রেসপন্স শিট। অর্থাৎ এবার এই ওএমআর ও রেসপন্স শিটের মাধ্যমে পরীক্ষার্থীরা দেখতে পাবেন নিজেরা কোন উত্তর সঠিক দিয়েছেন, কোন উত্তর ভুল দিয়েছেন। গতকাল বুধবার ২২ মে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে প্রকাশ করা হল এই ওএমআর শিট (WBJEEB OMR Sheet) এবং রেসপন্স শিট। বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড জানিয়েছে যে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in থেকে এই ওএমআর ডাউনলোড করে দেখে নিতে পারবেন।
এমনকী শুধু তাই নয়, যে সমস্ত পরীক্ষার্থীর মনে হবে যে উত্তর এখানে রেকর্ডেড আছে তা সঠিক নয়, তাহলে তাঁরা ৫০০ টাকা আবেদন ফি জমা করে নির্দিষ্ট উত্তরের জন্য চ্যালেঞ্জ (WBJEEB OMR Sheet) জানাতে পারেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছে। রিভিউর জন্য এই আবেদন ফি কিন্তু প্রতিটি রেসপন্সের জন্য ধার্য হবে।
আগামী ২৪ মে শেষ হয়ে যাবে এই ওএমআর শিটের প্রেক্ষিতে চ্যালেঞ্জ জানানোর পদ্ধতি। আর এই অবজেকশন (WBJEEB OMR Sheet) জানানোর আবেদন ফি পরীক্ষার্থীরা নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে জমা করতে পারেন। তবে আবেদনের ফি জমা না হলে কোনও ক্লেমই বিবেচনা করা হবে না বলেই জানানো হয়েছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে। ওএমআর শিটে নিজের লেখা উত্তর আর রেসপন্স রেকর্ড ঠিক আছে কিনা তা পরীক্ষার্থীরা মিলিয়ে নিতে পারবেন সহজেই।
রেসপন্স শিটে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ১ ও ২ নং ক্যাটাগরিগুলির প্রশ্নের (WBJEEB OMR Sheet) জন্য যথাক্রমে এ, বি, সি, ডি চিহ্নিত থাকবে। কোনও পরীক্ষার্থী যদি উত্তর না দেন তাহলে সেই শিটে (-) লেখা থাকবে। যে সমস্ত পরীক্ষার্থীরা মনে করবেন অবজেকশন জানাবেন, তাঁরা সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে আপনার কোয়েশ্চেন বুকলেট নম্বর দিয়ে লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে এবং লাগবে সিকিউরিটি পিন। সংশ্লিষ্ট ওয়েবসাইটে গেলে হোমলেজেই দেখা যাবে একটা ট্যাব 'ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ ওএমআর, রেকর্ডেড রেসপন্স, ডব্লিউবিজেইই' লেখা আছে। এখানেই ক্লিক করে অব্জেকশন জানাতে পারবেন।
আরও পড়ুন: Job News: রেলে চাকরির বড় সুযোগ, ১২০০ শূন্যপদ- কীভাবে আবেদন ? কী যোগ্যতা লাগবে ?
Education Loan Information:
Calculate Education Loan EMI