Jobs: রাজ্যে পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনে চাকরির বিজ্ঞপ্তি,৬০টি পদে হবে নিয়োগ
WBPDCL Recruitment: রাজ্যে পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনে শিক্ষানবীশ ৬০টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
WBPDCL Recruitment: রাজ্যে পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনে শিক্ষানবীশ ৬০টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চাকরিপ্রার্থীদের এই পদে আবেদনের ক্ষেত্রে সরকারি বিজ্ঞপ্তি দেখে নিতে হবে।
Vacancy: শিক্ষানবীশ আইন 1961 অনুযায়ী 2023-24 সালে স্নাতক / টেকনিশিয়ানের প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তি। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা কেবল পশ্চিমবঙ্গ পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (WBPDCL) এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। শুধুমাত্র চাকরিপ্রার্থীদের স্বার্থে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিবরণ সংক্ষেপে নীচে দেওয়া হল।
WBPDCL শিক্ষানবীশ নিয়োগের বয়সসীমা:
টেকনিশিয়ান শিক্ষানবীশের জন্য সর্বনিম্ন 18 বছর ও সর্বোচ্চ 24 বছর বয়সসীমা দেওয়া হয়েছে।
টেকনিশিয়ান শিক্ষানবীশ - ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সর্বোচ্চ বয়স হতে হবে 25 বছরের মধ্যে।
West Bengal Jobs: পশ্চিমবঙ্গ পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড নিয়োগ বাছাই প্রক্রিয়া:
ডিগ্রি/ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অর্জিত নম্বরের শতাংশের ভিত্তিতে প্রার্থীদের একটি ব্যক্তিগত সাক্ষাৎকারের (PI) জন্য ডাকা হবে। পরীক্ষার/সাক্ষাৎকারের সঠিক তারিখ,সময় ও স্থান যথাসময়ে যোগ্য প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি এই ধরনের তথ্য পশ্চিমবঙ্গ পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (WBPDCL)-এর অফিসিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে।প্রার্থীদের নির্বাচনের নিয়ম, যোগ্যতার নিয়ম ও অন্যান্য বিশদ বিবরণের জন্য অফিসিয়াল ওয়েবসাইট বা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপন দেখে নিন।
WBPDCL শিক্ষানবীশ নিয়োগের আবেদন প্রক্রিয়া:
ডব্লিউবিপিডিসিএল-এর অধীনে শিক্ষানবীশ প্রার্থীদের নির্বাচন পদ্ধতির জন্য বিবেচিত হওয়ার আগে প্রার্থীদের জাতীয় শিক্ষানবীশ প্রশিক্ষণ স্কিম (NATS) পোর্টাল (www.mhrdnats.gov.in) এর সঙ্গে নিজেদের নথিভুক্ত করতে হবে।
অনলাইনে আবেদনপত্র সফলভাবে জমা দেওয়ার পরে সিস্টেম-জেনারেটেড রেজিস্ট্রেশন/অ্যাকনলেজমেন্ট স্লিপ কম্পিউটার স্ক্রিনে দেখা যাবে। ভবিষ্যতে চিঠিপত্রের জন্য প্রার্থীদের অবশ্যই এটি প্রিন্ট-আউট করতে হবে। এই পর্যায়ে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (WBPDCL) কে কোনও প্রিন্ট-আউট/হার্ড কপি বা নথি পাঠাবেন না। সব যাচাইকরণ যথাসময়ে সম্পন্ন হবে। কীভাবে অনলাইনে আবেদন করতে হবে তার বিস্তারিত নির্দেশাবলীর জন্য আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপন দেখে নিন।
গুরুত্বপূর্ণ তারিখগুলি:
অনলাইন আবেদনের শুরুর তারিখ: 01-08-2023
অনলাইন আবেদনের শেষ তারিখ: 21-08-2023
Jobs And Recruitments: চাকরির সুযোগ দিচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI)। জুনিয়র অ্যাসিসট্যান্ট (Junior Assistant) এবং জুনিয়র এক্সিকিউটিভ (Junior Executive) পদে হবে নিয়োগ। মোট ৩৪২টি শূন্যপদ রয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে আগামী ৫ অগস্ট। আর ৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন প্রার্থীরা। aai.aero এখানকার রিক্রুটমেন্ট পোর্টালে গিয়ে আবেদন জমা দেওয়া যাবে।
Education Loan Information:
Calculate Education Loan EMI