West Bengal AYUSH Recruitment: রাজ্যে আয়ুষ সমিতিতে চাকরির সুযোগ, এই যোগ্যতা থাকলে করতে পারবেন আবেদন
West Bengal AYUSH Recruitment: ম্যানেজার , কনসালট্যান্ট ছাড়াও আরও পদে চাকরির সুযোগ দিচ্ছে সরকার। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের উপযুক্ত যোগ্যতা থাকলে আগামী ১৫ নভেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
কলকাতা: রাজ্যের আয়ুষ সমিতিতে (West Bengal AYUSH Samity) একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ম্যানেজার , কনসালট্যান্ট ছাড়াও আরও পদে চাকরির সুযোগ দিচ্ছে সরকার। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের উপযুক্ত যোগ্যতা থাকলে আগামী ১৫ নভেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
সব মিলিয়ে ওয়েস্ট বেঙ্গল আয়ুষ সমিতিতে ৯ টি পদে এই নিয়োগ হবে। যার মধ্যে প্রোগ্রাম ম্যানেজার , কনসালট্যান্ট ফিন্যান্স ম্যানেজার , অ্যাকাউন্টস ম্যানেজার, HMIS ম্যানেজার, ডেটা এন্ট্রি অপারেটর, ডিস্ট্রিক্ট পোগ্রাম ম্যানেজার পদগুলি রয়েছে। আগামী দিনে চুক্তির ভিত্তিতে এই পদগুলিতে নিয়োগে করা হবে। আগামী ১৫ নভেম্বরের মধ্যে রাজ্যের অফিশিয়াল ওয়েবসাইট https://www.wbhealth.gov.in-এ আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের।
কোন পদে কত নিয়োগ ?
PROGRAMME MANAGER – 01
CONSULTANT
– Homoepathy – 01
– NAM (Ayurveda) – 01
FINANCE MANAGER – 01
ACCOUNTS MANAGER – 01
HMIS MANAGER – 01
DATA ENTRY OPERATOR – 01
DISTRICT PROGRAMME MANAGER – 01
DATA ENTRY OPERATOR – 01
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের নির্দিষ্ট যোগ্যতা থাকতে হবে। গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে আবেদনকারীদের। এই বিষয়ে বিশদে জানতে অফিশিয়াল ওয়েবসাইট দেখুন।
বয়স সীমা: নির্দিষ্ট পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর বয়স ২১-৪০ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের ফি: রাজ্যের আয়ুষ সমিতিতে (West Bengal AYUSH Samity) একাধিক পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের ১০০ টাকা ফি দিতে হবে। এই ফি অনলাইনে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দেওয়া যাবে।
কীভাবে আবেদন করবেন ?
১ নভেম্বর থেকে অনলাইনে এই আবেদন করা যাবে। রাজ্যের আয়ুষ সমিতির অফিশিয়াল ওয়েবসাইট https://www.wbhealth.gov.in-এ করতে হবে এই আবেদন। একবার আবেদন জমা দেওয়া হলে অনলাইনেই তার স্লিপ দেওয়া হবে চাকরিপ্রার্থীদের । যা নিজের কাছে প্রামাণ্য নথি হিসাবে রাখতে হবে।
Official website of West Bengal AYUSH Samity — https://www.wbhealth.gov.in
আরও পড়ুন: IAS Success Story: নিজের বিশ্লেষণ করতে হবে নিজেকেই, ছোট্ট গ্রামের পরিচয় এখন মমতাতেই
আরও পড়ুন: Asiatic Society Recruitment: কলকাতায় এশিয়াটিক সোসাইটিতে একাধিক পদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন ?
Education Loan Information:
Calculate Education Loan EMI