ABP Cvoter Opinion Poll Live: বাংলায় কার দখলে যেতে পারে কটা আসন?
Lok Sabha Election Opinion Poll Live: দিল্লির মসনদ কার দখলে? আসন্ন লোকসভা নির্বাচনে কে কত আসন পেতে পারে? কোন রাজ্যে কে দৌড়ে এগিয়ে?

Background
ভোটের ডঙ্কা বাজার সঙ্গে সঙ্গে, ইলেক্টোরাল বন্ডের হাজার হাজার কোটি টাকা নিয়ে রাজনীতি তোলপাড়। এই সময়েই এসেছে সি ভোটারের ওপিনিয়ন পোলের প্রথম দফা। এর পরেও একাধিক দফায়, রাজ্যের বিয়াল্লিশটা আসন ধরে ধরে সমীক্ষাও দেখানো হবে। এই সমীক্ষার সঙ্গে এডিটোরিয়াল পলিসির কোনও সম্পর্ক নেই। সমীক্ষক সংস্থার দেওয়া সংখ্যাগুলো হুবহু তুলে ধরা হয়েছে। সমীক্ষা কোনও রাজনৈতিক ভবিষ্যৎবাণী নয়। তাই ওপিনিয়ন পোলকে ধ্রবসত্য মনে করে উচ্ছ্বসিত, বা হতাশ হওয়ার কোনও কারণ নেই। সেই জন্যই, সি ভোটারের পাশাপাশি অন্যান্য সমস্ত সমীক্ষক সংস্থার সমীক্ষার তথ্য রাখা হবে। এই সমীক্ষার সীমাবদ্ধতা অসংখ্য। বহু বড় ঘটনার প্রভাব এই সমীক্ষায় পড়েনি। কারণ এখনও ভোটের প্রচার সেভাবে শুরুই হয়নি। সমীক্ষা চলাকালীন, দলীয় প্রার্থীতালিকাই ঘোষিত হয়নি।
ABP Cvoter Opinion Poll Live: বিহারে এনডিএ দুরন্ত ফল করতে পারে? কী বলছে ওপিনিয়ন পোল?
এবিপি সি ভোটার ওপিনিয়ন পোল অনুসারে, বিহারে এনডিএ দুরন্ত ফল করতে পারে। এখানে মোট ৪০টি লোকসভা আসনের মধ্যে এনডিএ ৩২টি আসন পেতে পারে এবং I.N.D.I.A জোট ৮টি আসন পেতে পারে।
ABP Cvoter Survey: পশ্চিমবঙ্গে কার দখলে কত শতাংশ ভোট?
এবিপি সি ভোটার মতামত পোল অনুসারে, পশ্চিমবঙ্গে টিএমসি ৪২ শতাংশ, বিজেপি ৪১ শতাংশ এবং বাকিরা ৭ শতাংশ ভোট পেতে পারে।





















