Rahul Gandhi: প্রকাশ্য সভায় মোদিকে ‘অপয়া’, ‘পকেটমার’ বলে কটাক্ষ! রাহুলকে সতর্ক করল কমিশন
Lok Sabha Elections 2024: রাজস্থান বিধানসভা নির্বাচনের আগে মোদির উদ্দেশে একটি সভায় রাহুল ওই মন্তব্য করেন বলে অভিযোগ জমা পড়ে।
নয়াদিল্লি: এখনও পর্যন্ত দিন ক্ষণ ঘোষণা হয়নি যদিও, কিন্তু আসন্ন লোকসভা নির্বাচন ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। সেই আবহেই কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীকে রাজনৈতিক ভাষণ নিয়ে সতর্ক করল জাতীয় নির্বাচন কমিশন। বেশ কিছু জায়গায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে 'অপয়া', 'পকেটমার' বলে কটাক্ষ করেন বলে অভিযোগ তুলেছিল BJP. সেই নিয়েই রাহুলকে সতর্ক করল নির্বাচন কমিশন। (Rahul Gandhi)
গত বছর ২২ নভেম্বর ভাষণ দেওয়ার সময় মোদিকে 'অপয়া' বলে রাহুল কটাক্ষ করেন বলে অভিযোগ উঠেছিল। সেই নিয়ে মামলা পৌঁছয় দিল্লি হাইকোর্টে। সেই মামলাতেই নির্বাচন কমিশনকে রাহুলের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করতে নির্দেশ দেয় আদালত। আদালতের বক্তব্য ছিল, "এই ধরনের মন্তব্য রুচিসম্মত নয়"। রাহুলের বিরুদ্ধে পদক্ষেপ করতে নির্বাচন কমিশনটে আট সপ্তাহ সময় দিয়েছিল আদালত। (Lok Sabha Elections 2024)
রাজস্থান বিধানসভা নির্বাচনের আগে মোদির উদ্দেশে একটি সভায় রাহুল ওই মন্তব্য করেন বলে অভিযোগ জমা পড়ে। আদালতে বিষয়টি পৌঁছয় তার পর। সেই নিয়ে আগেই রাহুলকে নোটিস ধরায় নির্বাচন কমিশন। আদর্শ নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের বিরুদ্ধে কেন তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে না, জবাব চাওয়া হয় রাহুলের কাছে। সেই মতো জবাবও দেন রাহুল। এবার রাহুলকে সতর্ক করল কমিশন। ভবিষ্যতে এমন আচরণ করলে কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনের সময় তারকা প্রচারক এবং রাজনৈতিক নেতাদের জন্য যে নির্দেশিকা রয়েছে কমিশনের, তা মেনে চলতে হবে রাহুলকে। গত ১ মার্চ ওই নির্দেশিকা জারি করা হয়, যাতে সব দলকে সতর্ক করে নির্বাচন কমিশন জানায়, আদর্শ নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের ক্ষেত্রে রাজনৈতিক দল, তাদের তারকা প্রচারক এবং দলের নেতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।
রাহুলের যে মন্তব্য নিয়ে মামলা আদালতে পৌঁছয়, সেটি রাজস্থান বিধানসভা নির্বাচনের আগের। সেই সময় কংগ্রেসের হয়ে প্রচারে গিয়ে রাহুল সরাসরি মোদিকে 'পকেটমার' বলে উল্লেখ করেন। রাহুলের বক্তব্য ছিল, "মোদি দেশের মানুষের নজর ঘোরানোর কাজ করেন আর সেই সময় তাঁর বন্ধু গৌতম আদানি পকেটমারি করেন। পকেটমাররা এভাবেই কাজ করেন।" রাহুলের সেই মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হতে সময় লাগেনি।