এক্সপ্লোর
Advertisement
ফের আক্রান্ত শৈশব! ফের কাঠাগড়ায় তৃণমূল
দক্ষিণ ২৪ পরগনা: ভোটের মধ্যে ফের আক্রান্ত শৈশব! হালিশহর, ভাঙড়, হরিদেবপুরের পর এবার ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণপুর। আবারও কাঠাগড়ায় সেই তৃণমূল।
কিন্তু কী অন্যায় করেছিল ৪ বছরের এই শিশুটি? অপরাধ বলতে, তাঁর পরিবার সিপিএম সমর্থক। আর তারই মাসুল গুণতে হল কোলের এই শিশুটিকে। বেপরোয়া বাহুবলীরা রেয়াত করেনি তাকেও।
ঠিক কী ঘটেছিল? সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের এই সিপিএম সমর্থক পরিবারের দাবি, শনিবার ভোট দিয়ে আসার পর এলাকা ছেড়ে চলে যেতে বলেছিল তৃণমূল। সেই ভয়তেই বাড়ি ছেড়ে চলে যান তারা তাঁরা। সোমবার বাড়িতে ফিরতেই হামলা। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা জ্ঞাননন্দ সামন্তের নেতৃত্বে বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা। মায়ের কোলে থাকা অবস্থাতেই বাহুবলী কাকুদের চড় এসে পড়ে শিশুর কানে।
ঘটনায় তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছে আক্রান্ত শিশুর পরিবার। শুধু তাই নিয়ে দুষ্কৃতীরা বেধড়ক মারধর করে শিশুর মা-বাবা ও দাদুকেও। মারধরের জেরে দাদুর পা ভেঙেছে, দেহের একাধিক জায়গায় গুরুতর আঘাত নিয়ে ভর্তি হাসপাতালে।
ঘটনা নিয়ে মুখ খুলতে চাননি অভিযুক্ত তৃণমূল নেতা জ্ঞাননন্দ সামন্ত। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, ঘটনায় দলের কেউ জড়িত নয়। পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা।
অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ।
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement