Lok Sabha Election 2024: টিকিট না পেয়ে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন অপরূপা পোদ্দার ?
Arambagh Lok Sabha Constituency : টিকিট না পেয়ে গতকালই বিস্ফোরক মন্তব্য করেছিলেন আরামবাগের বিদায়ী তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার।
আরামবাগ : লোকসভা ভোটে (Lok Sabha Election 2024) টিকিট না পেয়ে ক্ষোভ-বিক্ষোভের ধারা অব্যাহত। টিকিট না পেয়ে গতকালই বিস্ফোরক মন্তব্য করেছিলেন আরামবাগের বিদায়ী তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। কিন্তু, টিকিট না পেয়ে তিনি বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও এবার জল্পনা শুরু হল। শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবীরশঙ্কর বসুর বিস্ফোরক দাবি ঘিরে শুরু হয়েছে এই চর্চা। বিজেপি প্রার্থী মন্তব্য করেছেন, 'অপরূপা পোদ্দার বিজেপির সঙ্গে যোগাযোগ করেছেন। শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছেন।'
যদিও তাঁর সেই দাবি উড়িয়ে দিয়েছেন অপরূপা পোদ্দার। পাল্টা তিনি বলেছেন, 'শ্রীরামপুরের যিনি প্রার্থী তাঁকে বলতে চাই, ওঁর যদি দম থাকে তাহলে উনি বলুক আমি কোন বিজেপি নেতার সঙ্গে যোগাযোগ করেছি। কেন মিথ্যা অভিযোগ করছেন ? আসল কবীরবাবু বিধানসভা ভোটে হেরো প্রার্থী হিসাবে শ্রীরামপুর থেকে বিদায় নিয়েছিলেন। আমি মমতাদির ছোট বোন হিসাবে দলে এসেছিলাম এবং থাকব। কবীরবাবুর এই অভিযোগ মিথ্যা তা আমি প্রমাণ করেই ছাড়ব। কল্যাণদা অনেক ভোটে শ্রীরামপুর থেকে জিতবেন।'
আরামবাগ থেকে টিকিট না পেয়ে গতকাল বিদায়ী তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার সরাসরি তোলেন টাকার প্রসঙ্গ ! কেন দল তাঁকে আরামবাগে টিকিট দেয়নি ? এই প্রশ্নের উত্তর অপরূপা বলেছিলেন, "এর উত্তর আরও ভাল দিতে পারবেন, আমার হুগলি জেলার এক অভিজ্ঞ সাংসদ এবং হুগলি গ্রামীণের দুই মন্ত্রী । অনেক পুরনো দুই বার, তিনবার, চারবারের সাংসদরা...পোড়খাওয়া প্রবীণ নেতৃত্বরা বারবার টিকিট পেয়েছেন। তাঁদের যোগ্যতার ভিত্তিতে। হয়তো আমি যোগ্য ছিলাম না, তাই আমি আবার পাইনি। ২০১৯ সালেও আমি এটাই লিখেছিলাম যে, যখন আমি ভোটে লড়তে যাই আমার কাছে কোনো টাকা ছিল না। আজকের দিনেও ভোটের লড়ার জন্য আমার কাছে কোনো টাকা নেই। এটা আমার হুগলি জেলার গ্রামীণের দুই মন্ত্রী জানতেন। সেই সাংসদও জানতেন। হয়তো দিদিকে বা উপরের নেতৃত্বকে তাঁরা বলেছেন, তাই টাকার জন্য হয়তো...কারণ ভোটে লড়তে গেলে তো টাকা লাগে। আমার কাছে সেগুলো ছিল না। হয়তো আমার মধ্যে অভিজ্ঞতা নেই, তাই আমি পাইনি।"
যদিও সেই দাবি নস্যাৎ করে আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "উনি তো আমাকে কোনো দিন বলেননি যে টাকা নেই। তার জন্য উনি লড়তে পারবেন না, এরকম তো আমাকে কোনো দিন জানাননি। ওঁর আর্থিক অবস্থা কি সেটা আমার জানার অবকাশ নেই। ২০১৪ সালে ওঁর আর্থিক অবস্থা কী ছিল যে উনি টিকিট পেয়েছিলেন ? ২০১৯ সালে ওঁর আর্থিক অবস্থা কী ছিল যে উনি টিকিট পেয়েছিলেন ? সেটা উনি বলতে পারবেন। আমি তো বলতে পারব না। আমি এ সম্বন্ধে কিছু জানিই না। আর আমাদের দলে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেন কে টিকিট পাবেন, কে পাবেন না। কোন প্রার্থীর কী আর্থিক অবস্থা রয়েছে...সে ধনী না গরিব কী মাঝারি, সেটা কোনো ফ্যাক্টর হয়ে দাঁড়ায় না তৃণমূল কংগ্রেস থেকে টিকিট পেতে গেলে।"
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে