এক্সপ্লোর
Advertisement
ময়ূরেশ্বরের বুথে ঢুকে প্রিসাইডিং অফিসারকে ধমক, বিতর্কে লকেট
বীরভূম: বুথে ঢুকে সটান টেবিলে চাপড়ে-গলা উঁচিয়ে-আঙুল তুলে প্রিসাইডিং অফিসারকে ধমক! ভোটের দিনই প্রশ্নের মুখে পড়ল ময়ূরেশ্বরের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের ভূমিকা।
প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই ময়ূরেশ্বরে ঘাঁটি গেড়েছেন লকেট। এদিন নিজের নির্বাচনী কেন্দ্রের বিভিন্ন জায়গায় ঘুরছিলেন তিনি। আচমকাই ছাপ্পা ভোটের অভিযোগ তুলে, লকেট ঢুকে পড়েন প্রচন্দ্রপুর হাইস্কুলের ৩০ নম্বর বুথে। তারপর রিগিংয়ের অভিযোগ তুলে প্রিসাইডিং অফিসারকে ধমক দেন। প্রিসাইডিং অফিসারের উদ্দেশ্যে বলেন, রিগিং করতে দিচ্ছেন, রাতে ঘুম হবে? লজ্জা করে না?
বিজেপি প্রার্থীর ধমকের মুখে তখন কার্যত অসহায় প্রিসাইডিং অফিসার। রিগিং হয়নি বলার সঙ্গে সঙ্গে পাশ থেকে একজনকে দিয়ে লকেট বলাল, রিগিং হয়েছে। লকেট ফের ধমক দিতে থাকল ওই অফিসারকে।
যদিও, বিজেপি-বিরোধীদের বক্তব্য, ভোট নিয়ে একজন প্রার্থীর কোনও দাবি থাকতেই পারে। একজন প্রার্থী রিগিংয়ের অভিযোগ তুলতেই পারেন! কিন্তু কোনও সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া কেন প্রিসাইডিং অফিসারকে ধমকাবেন তিনি? কেন এরকম আছরণ করবেন? বুথের মধ্যে প্রিসাইডিং অফিসারই তো শেষ কথা, তাঁকেই কেন এভাবে চ্যালেঞ্জ?
অনুব্রত মণ্ডল প্রসঙ্গে লকেটকে বলতে শোনা গিয়েছিল, ভোটের দিন শেষ দেখে ছাড়বেন তিনি। কিন্তু বুথে ঢুকে প্রিসাইডিং অফিসারকে ধমকে ভোটের দিন নিজেই বিতর্কে জড়ালেন বিজেপির এই তারকা প্রার্থী।
প্রসঙ্গত, গত বছরের ফেব্রুয়ারি মাসে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন লকেট চট্টোপাধ্যায়।
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement