Bihar Exit Polls LIVE Updates: বিহারে ফের ফিরবে এনডিএ সরকার? বিজেপি পেতে পারে ৬৮-৭২টি আসন, বাকিরা কে কোথায়? কী বলছে এক্সিট পোল?
Bihar Exit Poll 2025 News LIVE: আজ ভোটগ্রহণ শেষ হওয়ার পর, সকলের নজর এক্সিট পোলের দিকে
LIVE

Background
বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ ধাপের ভোটগ্রহণ হয়েছে। যেখানে ২০টি জেলার ১২২টি আসন রয়েছে। তালিকায় ছিল পূর্ব এবং পশ্চিম চম্পারন, সীতামারি, মধুবনী, কিষানগঞ্জ, পূর্ণিয়ার মতো বিধানসভা কেন্দ্র। এই পর্বে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৩০২ জন প্রার্থী। ভোটারের সংখ্যা সাড়ে তিন কোটিরও বেশি। মোট ভোটকেন্দ্রের সংখ্য়া ৪৫ হাজার ৩৯৯। দুপুর ১টা পর্যন্ত ৪৭.৬২% ভোট পড়েছে, যা প্রথম ধাপের তুলনায় প্রায় ৬ শতাংশ বেশি। আজ ভোটগ্রহণ শেষ হওয়ার পর, সকলের নজর এক্সিট পোলের দিকে। এক্সিট পোল হল নির্বাচনী ফলাফলের অনুমান।
Bihar Exit POLL LIVE Updates: এক্সিট পোল সম্পূর্ণ ভুল - প্রতিক্রিয়া কংগ্রেস নেতা অজিত শর্মার
ভাগলপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অজিত শর্মা বলেন, "ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কে বলতে পারবে কে জিতছে? এনডিএ সরকার গঠন হচ্ছে বলা সম্পূর্ণ ভুল। জনগণই সিদ্ধান্ত নেবে। বিহারের পরিবেশ এমন যে সরকার গঠন করবে মহাজোট, ভারত জোট। এবার বিহারের উন্নয়ন হবে। এক্সিট পোল সম্পূর্ণ ভুল। জনগণ বিজেপির উপর বিরক্ত।"
Bihar Exit Poll 2025 LIVE Updates: বুথ ফেরত সমীক্ষা নিয়ে কী বলছে বিজেপি?
কাটিহারের বিজেপি প্রার্থী তারকিশোর প্রসাদ বলেন, "এই এক্সিট পোলগুলি অবাক করার মতো নয় কারণ আমরা বিশ্বাস করি যে ২০০৫ সাল থেকে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার যেভাবে বিহারকে বদলে দিয়েছেন তাতে মানুষ মুগ্ধ। অনেক বৃত্তি দেওয়া হয়েছে এবং নারীশক্তির প্রতি বিশ্বাস জাগানো হয়েছে। বিহারের ভোটারদের উপর আমাদের আস্থা আছে। আমাদের কাজের উপর আমাদের আস্থা আছে। মা-বোনেরা ভোট দিতে ঘর থেকে বেরিয়ে এসেছেন। এনডিএ অবশ্যই জিতবে।"





















