Bihar Election Result Live: বিহারে নীতীশ ঝড়, উড়ে গেল RJD-কংগ্রেস-বামেদের মহাজোট, পরের পালা পশ্চিমবঙ্গ, হুঙ্কার গিরিরাজ থেকে শুভেন্দুর
Bihar Assembly Election Result Live Updates: বিহার নির্বাচনের ফল -এর সব খবরের আপডেটস দেখুন...
LIVE

Background
বিহারে নীতীশ সাইক্লোনে উড়ে গেল RJD-কংগ্রেস-বামেদের মহাজোট। তেজস্বী নামলেন তিন নম্বরে। চেনা উঠোন রাঘোপুরে পিছিয়ে লালুপুত্র।
Modi On Bihar: বিহারে গেরুয়া ঝড়, বিহারবাসীকে অভিনন্দন প্রধানমন্ত্রীর
বিহারে গেরুয়া ঝড়, বিহারবাসীকে অভিনন্দন প্রধানমন্ত্রীর, প্রধানমন্ত্রী বলেন, ' সুশাসন ও উন্নয়নের জয় হয়েছে। সামাজিক ন্যায়বিচারের জয় হয়েছে। পঁচিশের নির্বাচনে এনডিএ-কে ঐতিহাসিক জয় এনে দেওয়ার জন্য বিহারের মানুষকে কৃতজ্ঞতা জানাই। এটা জনগণ এবং বিহারবাসীর সেবা করার জন্য আমাদের নতুন শক্তি এনে দিয়েছে।'
Bihar Election Result 2025 : পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের রাস্তা তৈরি করে দিয়েছে বিহার : প্রধানমন্ত্রী
বছর পেরোলেই পশ্চিমবঙ্গে ছাব্বিশের বিধানসভা ভোট (West Bengal Assembly Election 2026)। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে চলছে SIR প্রক্রিয়া। ঠিক এমনই এক আবহে আজই বিহার ভোটের ফলপ্রকাশ হয়েছে। যেখানে নীতীশ ঝড়ে উড়ে গিয়েছে আরজেডি-কংগ্রেস-বামেদের মহাজোট। আর বিহারে NDA-র বিপুল জয়ের পর এবার হুঙ্কার দিলেন প্রধানমন্ত্রী মোদি।এদিন প্রধানমন্ত্রী মোদি বলেন, পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের রাস্তা তৈরি করে দিয়েছে বিহার। আমি বাংলার ভাই-বোনকেও আশ্বস্ত করছি, এবার পশ্চিমবঙ্গ থেকেও জঙ্গলরাজ উৎখাত করব।'





















