Birbhum Loksabha Election Result 2024: লোকসভা নির্বাচনে বীরভূমে জোর টক্কর, অনুব্রত-গড়ে জয়ী হলেন শতাব্দী
Election Result 2024: বীরভূম লোকসভার মধ্যে রয়েছে মুরারই, হাসন, নলহাটি, রামপুরহাট, সাঁইথিয়া ও দুবরাজপুর, এই ৭টি বিধানসভা।
বীরভূম: অনুব্রত মণ্ডলহীন বীরভূমে ২০২৪ এর লোকসভা নির্বাচনে জিতলেন শতাব্দী রায়। শেষ খবর পর্যন্ত ১ লক্ষ ১৮ হাজার ২৪২ ভোটে এগিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী।
এই লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ তারকা-সাংসদ ছিলেন শতাব্দী রায়। তৃণমূলের হয়ে তিনিই দাঁড়িয়েছিলেন। বিজেপির প্রার্থী ছিলেন- দেবতনু ভট্টাচার্য, অন্যদিকে কংগ্রেস হয়ে লড়াই করেছিলেন মিল্টন রশিদ।
একদা বামদুর্গ হিসাবে পরিচিত ছিল বীরভূম লোকসভা কেন্দ্র। ২০০৯ সালে অনুব্রত মণ্ডলের নেতৃত্বে বাম-গড় দখল করেন অভিনেত্রী শতাব্দী রায় । ২০০৯ সালে সিপিএমের ব্রজ মুখোপাধ্যায়কে ৬১ হাজার ৬১১ ভোটে হারিয়েছিলেন শতাব্দী রায়। ২০১৯ সালে ৮৯ হাজার ৭১১ ভোটে জেতেন তৃণমূল প্রার্থী শতাব্দী।
বীরভূম লোকসভার মধ্যে রয়েছে মুরারই, হাসন, নলহাটি, রামপুরহাট, সাঁইথিয়া ও দুবরাজপুর, এই ৭টি বিধানসভা।
বীরভূম জেলায় মোট ১৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। ২০১৯-এর লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী শতাব্দী রায় ৮৯ হাজারের বেশি ভোটে হারিয়েছিলেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির দুধকুমার মণ্ডলকে। ২০১৪-র নির্বাচনেও শতাব্দী রায়ই জিতেছিলেন। ২০০৯-এর লোকসভা নির্বাচনেও তৃণমূলকে বীরভূম থেকে জিতিয়েছিলেন শতাব্দী। লোকসভা নির্বাচনে জয়ের হ্যাটট্রিক করার পর স্বাভাবিক ভাবেই এবারেও বীরভূম কেন্দ্রে তৃণমূলের প্রার্থী বদল হয়নি। শতাব্দী রায়ই লড়ছেন বীরভূম থেকে।
আরও পড়ুন, মতুয়াগড়ে জয়ের হাসি হাসলেন বিজেপি নেতা শান্তনু ঠাকুর, জিতলেন বড় ব্যবধানে
একুশের বিধানসভার পর চব্বিশের লোকসভার লড়াইতেও মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জুটির কাছে ফের হার মানতে হল নরেন্দ্র মোদি, অমিত শাহকে। বাংলা আবার নিজের মেয়েকেই চাইল। সেই সঙ্গে বাংলার ফলে, ফের সুপ্রতিষ্ঠিত হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে